AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাবণ সেজে রাস্তায় রাখি, তাঁকে দেখে অনেকের চক্ষু চড়কগাছ!

রাখি সাওয়ান্তকে “এন্টারটেইনমেন্ট কুইন” বলা হয় তাঁর নাটকীয় আচরণের কারণে। শুক্রবার, তিনি আবারও শিরোনামে আসেন যখন রাবণের সাজে মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়িয়ে, এক অভিনব উপায়ে দশেরার শুভেচ্ছা জানান তাঁর ভক্তদের।একটি কালো পোশাক, দশটি মাথা সম্বলিত মুকুট, চড়া মেকআপ ও নকল অস্ত্র পরে তিনি পোজ দেন এবং ভক্তদের  সঙ্গে সেলফি তোলেন।

রাবণ সেজে রাস্তায় রাখি, তাঁকে দেখে অনেকের চক্ষু চড়কগাছ!
| Edited By: | Updated on: Oct 03, 2025 | 6:15 PM
Share

রাখি সাওয়ান্তকে “এন্টারটেইনমেন্ট কুইন” বলা হয় তাঁর নাটকীয় আচরণের কারণে। শুক্রবার, তিনি আবারও শিরোনামে আসেন যখন রাবণের সাজে মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়িয়ে, এক অভিনব উপায়ে দশেরার শুভেচ্ছা জানান তাঁর ভক্তদের।একটি কালো পোশাক, দশটি মাথা সম্বলিত মুকুট, চড়া মেকআপ ও নকল অস্ত্র পরে তিনি পোজ দেন এবং ভক্তদের  সঙ্গে সেলফি তোলেন।

একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা যায়, রাখি শাহরুখ খান ও করিনা কাপুর অভিনীত ২০১১ সালের ছবি রা ওয়ান-এর জনপ্রিয় গানে নাচছেন। কয়েকদিন আগেই রাখি সাওয়ান্ত ‘পতি পত্নী অউর পাঙ্গা’-র সেটে গিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেন তাঁর চিরচেনা হাস্যরসাত্মক ভঙ্গিতে। তিনি বলেন, “আমার মা এখন আর এই পৃথিবীতে নেই… তবে তিনি একটি চিঠি রেখে গিয়েছিলেন যেখানে লেখা ছিল—‘তোমার আসল বাবা ডোনাল্ড ট্রাম্প।’” এই মন্তব্যে সাংবাদিকরা হেসে ওঠেন। একজন মজা করে বলেন, ট্রাম্প নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিরক্ত করছেন? রাখি সঙ্গে সঙ্গে হেসে বলেন, “ধন্যবাদ। আমার সঙ্গে পাঙ্গা নিও না।”

রাখি সম্প্রতি ভারতে ফিরেছেন। গত কয়েক মাস তিনি দুবাইয়ে ছিলেন। এক বিরল আবেগঘন মুহূর্তে তিনি জানান, কেন তিনি ভারত ছেড়েছিলেন। রাখি বলেন, তাঁর মা ও বাবার ক্যান্সারে মৃত্যু তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। “আমি সবার কাছ থেকে লুকিয়ে থাকতে চেয়েছিলাম, তাই দুবাই চলে গিয়েছিলাম,” স্বীকার করেন তিনি।

রাখি দুবাইয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন এবং এখন তিনি নতুন কিছু পেশাগত উদ্যোগ নিচ্ছেন। অভিনয়ের অ্যাকাডেমিও নাকি চালু করবেন রাখি। তিনি ভারতে থাকা অবস্থায় প্রাক্তন স্বামীর সঙ্গে চলমান আইনি সমস্যা থেকেও দূরে থাকতে চেয়েছিলেন। তাই হঠাত্‍ রাখি উধাও হয়ে গেলেও, দশেরার আগে আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কেউ-কেউ রাখির এই কাণ্ড বিনোদন খুঁজে পেয়েছেন। কিছুজন আবার বিরক্ত রাখির এমন অদ্ভুত আচরণে, যে কথা তাঁরাই লিখেছেন সোশ্যাল মিডিয়াতে।