AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghorer Bioscope Awards 2025: ঘরের বায়োস্কোপে জীবনকৃতি সম্মান পেলেন রঞ্জিত মল্লিক

টলিউড তারকাদের মাঝে টিভি নাইন বাংলার এই উদ্যোগ বিনোদুনিয়ার সঙ্গে যুক্ত মানুষদের স্বীকৃতি প্রদান করে। রবিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর ঘরের বায়োস্কোপের মঞ্চে জীবনকৃতি সম্মান দেওয়া হল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিককে। বাংলা ছবিতে তাঁর সুবর্ণ অবদানের জন্য এই সম্মান দেওয়া হল রঞ্জিত মল্লিককে।

Ghorer Bioscope Awards 2025: ঘরের বায়োস্কোপে জীবনকৃতি সম্মান পেলেন রঞ্জিত মল্লিক
| Edited By: | Updated on: Dec 14, 2025 | 10:35 PM
Share

এই নিয়ে ৩ বছরে পা দিল টিভি নাইন বাংলার ঘরের বায়োস্কোপ। প্রতিবারের মতো এবারও জমজমাট অনুষ্ঠান হয় কলকাতার এক পাঁচতারা হোটেলে। টলিউড তারকাদের মাঝে টিভি নাইন বাংলার এই উদ্যোগ বিনোদুনিয়ার সঙ্গে যুক্ত মানুষদের স্বীকৃতি প্রদান করে। রবিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর ঘরের বায়োস্কোপের মঞ্চে জীবনকৃতি সম্মান দেওয়া হল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিককে। বাংলা ছবিতে তাঁর সুবর্ণ অবদানের জন্য এই সম্মান দেওয়া হল রঞ্জিত মল্লিককে। রঞ্জিত মল্লিকের বিশেষ এই সম্মান তুলে দিলেন টিভি নাইন নেটওয়ার্কের সিইও বরুণ দাস এবং টিভি নাইন বাংলার ম্যানিজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকের স্ত্রী এবং ।

১৯৭১ সালে পরিচালক মৃণাল সেনের ইন্টারভিউ ছবি থেকেই অভিনয় জীবনে পা রাখেন রঞ্জিত মল্লিক। এরপর মৃণাল সেনের কলকাতা ৭১ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রঞ্জিত মল্লিককে। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ছবিতেও। নায়ক হয়েছিলেন সুচিত্রা সেনের বিপরীতে। কাঁধে কাঁধে মিলিয়ে অভিনয় করেছেন উত্তম কুমারের সঙ্গেও। দেবী চৌধরানী, মৌচাক, স্বয়ংসিদ্ধ, এবং বিশেষ শত্রু ছবিতে দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন রঞ্জিত মল্লিক। কখনও নায়ক, কখনও নায়কের দাদা, এবং পরে নায়িকার ভাই, বাবা হয়ে একের পর এক ছবিতে বাজিমাত করেছেন অভিনেতা। চলতি বছরে মুক্তি পেয়েছে রঞ্জিত মল্লিক অভিনীত ছবি স্বার্থপর। এই ছবিতে তাঁকে দেখা গিয়েছে দাপুটে আইনজীবীর চরিত্রে। এই ছবিতে রঞ্জিত মল্লিকের সঙ্গে বহুদিন বাদে অভিনয় করেছেন, তাঁর কন্যা কোয়েল মল্লিকও।

বাংলা চরিত্রের কিংবদন্তি অভিনেতাকে ঘরের বায়োস্কোপে জীবনকৃতি সম্মান দিয়ে গর্বিত টিভি নাইন বাংলাও। খুব শীঘ্রই টিভি নাইন বাংলার পর্দাতেও দেখানো হবে ঘরের বায়োস্কোপ অনুষ্ঠানটি। নজর থাকুক TV9 বাংলায়।