AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আত্মহত্যা করেছেন স্বামী! খবর পাওয়া মাত্রই কী করেছিলেন রেখা?

সিনেপর্দায় তাঁর ম্যাজিকের সিলসিলা আজও অনুরাগীদের মন ভরিয়ে দেয়। কখনও উমরাও জান, কখনও প্রতিবাদী নারী খুন ভরি মাঙ্গ! পর্দায় ম্যাজিক তৈরি করা সেই সুন্দরী রেখার, জীবন কিন্তু একেবারেই খুবসুরত নয়। বরং তাঁর জীবন খাতার প্রতিটি পাতা দুঃখ, বেদনায় মোড়া।

আত্মহত্যা করেছেন স্বামী! খবর পাওয়া মাত্রই কী করেছিলেন রেখা?
| Updated on: Jul 22, 2025 | 3:02 PM
Share

তিনি বলিউডের রহস্যময়ী নারী। তিনি এমন এক প্রেমিকা, যাঁর প্রেম সিনেপর্দার বাইরেও, ইতিহাস তৈরি করেছে। অমিতাভ বচ্চনের সঙ্গে গভীর সম্পর্ক, প্রেমে আঘাত নিয়েও তাঁর স্ট্রং ব্যক্তিত্ব সদাই স্পটলাইটের নিচে। স্বামী মারা গেলেও, এখনও সিঁথিতে সিঁদুর পরেন তিনি। হ্যাঁ, তিনি আর কেউ নন, ভানুরেখা জেমিনি গণেশন তথা বলিউড ডিভা রেখা।

সিনেপর্দায় তাঁর ম্যাজিকের সিলসিলা আজও অনুরাগীদের মন ভরিয়ে দেয়। কখনও উমরাও জান, কখনও প্রতিবাদী নারী খুন ভরি মাঙ্গ! পর্দায় ম্যাজিক তৈরি করা সেই সুন্দরী রেখার, জীবন কিন্তু একেবারেই খুবসুরত নয়। বরং তাঁর জীবন খাতার প্রতিটি পাতা দুঃখ, বেদনায় মোড়া। বিশেষ করে তাঁর দাম্পত্য জীবন ছিল না সুখের। তার উপর সহকারী ফরজানার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন। হাজারো কটূক্তি শুনতে হয়েছিল তাঁকে। আর এরই মাঝে হঠাৎ স্বামীর আত্মহত্য়ার খবরে কেঁপে উঠেছিলেন অভিনেত্রী।

কী ঘটেছিল সেই অভিশপ্ত দিনটিতে?

সালটা ১৯৯০। অক্টোবর মাসের ২ তারিখ। সেই সময় লন্ডনে একটা ছবির শুটিংয়েই ব্যস্ত ছিলেন রেখা। শটের মাঝে হঠাৎই খবর পান তাঁর স্বামী মুকেশ আগরওয়াল আত্মহত্য়া করেছেন। শুটিং ফ্লোরেই ভেঙে পড়েছিলেন রেখা। ভাবতেই পাচ্ছিলেন না, এমনটা হতে পারে। হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন। শুটিং ফ্লোর থেকে ছুটে বেরিয়ে গিয়েছিলেন। এক সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন, ”কখনও ভাবতেও পারিনি আমার সঙ্গে এটা ঘটবে। মেনে নিতে পাচ্ছিলাম না। কেন মুকেশ এমনটা করল, তা বুঝতে পারছিলাম না। তারপর সময় এগিয়ে গেল, মেনে নিলাম। আর তো কিছু করার ছিল না! ”

স্বামী মুকেশের মৃত্যুর পুর রেখাকে শুনতে হয়েছিল ডাইনি অপবাদ। এমনকী, সহকারী ফরজানার সঙ্গে বাই-সেক্সুয়াল সম্পর্ক ছিল রেখা, তা হঠাৎই রটে যায় ইন্ডাস্ট্রিতে। গুঞ্জনে ছিল রেখা এই উভয়কামী বিষয়টি জানতে পেরেই নাকি আত্মহত্য়া করেন রেখার স্বামী। অনেকে তো আবার রেখাকে মানসিক অসুস্থও বলতেন। তবে বুকের ভিতর এসব নিয়েই জীবন কাটাচ্ছেন বলিউডের এভারগ্রিন এই অভিনেত্রী। এখনও মৃত স্বামী মুকেশের নামে সিঁদুর পরেন তিনি। কিন্তু বুক ফাটলেও, মুখ ফোটে না তাঁর। বরং নিজেকে আরও রহস্যের মোড়কে বন্দি করে রেখেছেন রেখা।