AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঋষভ বসু অভিনীত সরলাক্ষ হোমস বড়পর্দায় আসছে, কী বললেন অভিনেতা

প্রথমবার শার্লক হোমস পেলেন একেবারে বাঙালি রূপ। 'এসকে মুভিজ' নিয়ে এল এক নতুন গোয়েন্দা রহস্য-থ্রিলার — 'সরলাক্ষ হোমস'। এই ছবি মুক্তি পাচ্ছে ২৯শে আগস্ট।  বিশাল ক্যানভাসে তৈরি এই ছবিতে লন্ডনের চমকপ্রদ লোকেশন, টানটান রহস্য, উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য এবং বাঙালিয়ানায় মোড়ানো এক নতুন ধাঁচের গোয়েন্দা চরিত্র আছে। এই ছবিতে মুখ্য চরিত্র সরলাক্ষ হোমস-এর ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু।

ঋষভ বসু অভিনীত সরলাক্ষ হোমস বড়পর্দায় আসছে, কী বললেন অভিনেতা
| Edited By: | Updated on: Aug 28, 2025 | 9:30 AM
Share

প্রথমবার শার্লক হোমস পেলেন একেবারে বাঙালি রূপ। ‘এসকে মুভিজ’ নিয়ে এল এক নতুন গোয়েন্দা রহস্য-থ্রিলার — ‘সরলাক্ষ হোমস’। এই ছবি মুক্তি পাচ্ছে ২৯শে আগস্ট।  বিশাল ক্যানভাসে তৈরি এই ছবিতে লন্ডনের চমকপ্রদ লোকেশন, টানটান রহস্য, উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য এবং বাঙালিয়ানায় মোড়ানো এক নতুন ধাঁচের গোয়েন্দা চরিত্র আছে। এই ছবিতে মুখ্য চরিত্র সরলাক্ষ হোমস-এর ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু।

এই চরিত্রটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঋষভ বসু বললেন, “এই ছবির জন্য চুক্তি করার বহু আগেই আমি শার্লক হোমস নিয়ে আমার গবেষণাপত্র লিখেছিলাম এবং প্রায় সব ধরনের অ্যাডাপটেশন ঘেঁটে ফেলেছি। তাই সরলাক্ষ হোমস আমার জন্য শুধুই একটা চরিত্র নয় — এটা আমার শৈশবের স্বপ্নের বাস্তব রূপ। ছোটবেলা থেকেই যাঁকে আদর্শ মানতাম, তাঁকে আজ আমার নিজের মতো করে পর্দায় আনার সুযোগ পেয়ে, নিজের সমস্ত ভালোবাসা, পরিশ্রম দিয়ে চরিত্রটা গড়ে তুলেছি।” চরিত্রটি নিয়ে আরও বলতে গিয়ে ঋষভ বসু যোগ করেন, “সরলাক্ষ চরিত্রটা একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে ততটাই চ্যালেঞ্জিং। সে কোনও সাধারণ গোয়েন্দা নয় — সে বুদ্ধিমান, রসিক এবং অন্তরে একেবারে বাঙালি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি দর্শকদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়ার জন্য।”

পরিচালক সায়ন্তন ঘোষাল বললেন, “এই ছবির মাধ্যমে আমরা রহস্য-রোমাঞ্চের সঙ্গে বাঙালি রসিকতার একটা সুন্দর মিশেল করতে চেয়েছি। শুধুই কেস সমাধানের গল্প নয় — এটা এক নতুন যুগের গোয়েন্দা-দুনিয়া তৈরি করার উদ্যোগ, যা সব বয়সের দর্শকদের জন্য মনোরঞ্জক হবে।” দর্শকের এই ছবি কতটা ভালোলাগে এখন সেটাই দেখার অপেক্ষা।