ক্যাটরিনাকে নিয়ে ‘ছেলে খেলা’! বড় বিপাকে পড়লেন সলমন, পেলেন আইনি নোটিস
সম্প্রতি বিগ বস ১৯-এর অন্দরে একটি টাস্ক করার সময় বাজান হল, ক্যাটরিনার আইটেম গান চিকনি চামেলি। যা কিনা ব্যবহার করা হয়েছিল হৃত্বিক রোশন অভিনীত অগ্নিপথ ছবিতে। এই ছবির প্রযোজকরাই সলমনের এই শোয়ের বিরুদ্ধে আইনের পথে গিয়েছেন।

সলমনের কপালে যেন রাহুর দশা। যা করছেন, তাতেই পড়ছেন বিপাকে। এমনকী, সরাসরি সলমন যুক্ত না থাকলেও, ঘুরিয়ে ফিরিয়ে তাঁর দিকেই বিপদ আসছে! এবার যেমন, সলমনের রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’ নিয়ে শুরু হল বিপত্তি। এমনই বিপদ যে আইনি নোটিস পেল সলমনের এই শো!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি বিগ বস ১৯-এর অন্দরে একটি টাস্ক করার সময় বাজান হল, ক্যাটরিনার আইটেম গান চিকনি চামেলি। যা কিনা ব্যবহার করা হয়েছিল হৃত্বিক রোশন অভিনীত অগ্নিপথ ছবিতে। এই ছবির প্রযোজকরাই সলমনের এই শোয়ের বিরুদ্ধে আইনের পথে গিয়েছেন। প্রযোজকদের কথায়, অনুমতি না নিয়েই এই গান বাজানো হয়েছে, যা কিনা ঠিক নয়। তবে শুধু এই গানটিই নয়, গোরি তেরে প্যার মে ছবির গানও ব্যবহার করা হয়েছে বিগ বসে। তবে বিগ বসের তরফ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, জানা গিয়েছে সলমন বিগ বস সঞ্চালনার জন্য ১৫ সপ্তাহের জন্যে তিনি নিচ্ছেন ১৫০ কোটি টাকা! ফের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রসঙ্গে নাম লেখালেন সলমন। সূত্রের খবর, সলমন খান এবারের ১৫ সপ্তাহের সঞ্চালনার জন্য ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। অর্থাৎ, প্রতি সপ্তাহে তাঁর রোজগার হবে আনুমানিক ৮-১০ কোটি টাকা। তুলনায় আগের সিজনগুলোয় সলমনের পারিশ্রমিক ছিল অনেক বেশি— বিগ বস ১৮-এর জন্য তিনি নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি এবং বিগ বস ১৭-এর জন্য প্রায় ২০০ কোটি টাকা। তবে সেই শুট ছিল পুরো টিভির দর্শকদের জন্যে। অন্যদিকে, বিগ বস ওটিটি ২-র জন্য তাঁর পারিশ্রমিক ছিল ৯৬ কোটি টাকা।
