AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তাঁর ভাবনা চুরি করে ‘ইটি’ তৈরি করেন স্টিভেন স্পিলবার্গ? চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন স্বয়ং সত্যজিৎ রায়

Satyajit Ray: স্টিভেন স্পিলবার্গ নাকি চুরি করেছিলেন সত্যজিৎ রায়ের চিত্রনাট্য। তৈরি করেছিলেন 'ইটি' ছবিটি। তা নিয়ে মুখ খুলেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। তিনি বেশ বিরক্ত হয়েছিলেন। বলেছিলেন, "ইটি' তৈরি হওয়ার অনেক-অনেক বছর আগে আমি একটি গল্প লিখেছিলাম। সেই গল্পের নাম ছিল 'দি এলিয়ান'। গল্পটির উপর ভিত্তি করে একটি ছবি তৈরি করার পরিকল্পনাও করেছিলাম আমি। পুরোদস্তু চিত্রনাট্য তৈরি করেছিলাম..."

তাঁর ভাবনা চুরি করে 'ইটি' তৈরি করেন স্টিভেন স্পিলবার্গ? চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন স্বয়ং সত্যজিৎ রায়
'ইটি', সত্যজিৎ রায়।
| Updated on: Aug 01, 2024 | 2:45 PM
Share

বিশ্ববিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের কালজয়ী হলিউড ছবি ‘ইটি’র চিত্রনাট্য নাকি চুরি করা। তা নাকি চুরি করা হয় সত্যজিৎ রায়ের ‘দি এলিয়ান’-এর চিত্রনাট্য থেকে। এ ব্যাপারে নিজেই এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সত্যজিৎ রায়। কী বলেছিলেন তিনি?

সত্যজিৎ রায় বলেছিলেন, “‘ইটি’ তৈরি হওয়ার অনেক-অনেক বছর আগে আমি একটি গল্প লিখেছিলাম। সেই গল্পের নাম ছিল ‘দি এলিয়ান’। গল্পটির উপর ভিত্তি করে একটি ছবি তৈরি করার পরিকল্পনাও করেছিলাম আমি। পুরোদস্তু চিত্রনাট্য তৈরি করেছিলাম। ছবি তৈরির টাকা দিত কলম্বিয়া। সেই কারণেই আমি হলিউডে থেকেছিলাম ৫ সপ্তাহ। আমার সঙ্গে কাজ করছিলেন এক ব্যক্তি। তাঁর কাজ ছিল মধ্যস্থতা করা।”

তারপর কী হল? কেন ‘দি এলিয়ান’ তৈরি হল না আর? সত্যজিৎ রায় চাঁচাছোলা ভাষায় বলেছিলেন, “তিনি হঠাৎই গায়েব হয়ে যান। সেই কারণে, ‘দি এলিয়ান’কে ছবির আকারে তৈরি করার সমস্ত পরিকল্পনা আমাকে ত্যাগ করতে হয়। ‘ইটি’ ছবিতে এমন অনেক কিছু রয়েছে, যা আমার ‘দি এলিয়ান’-এও ছিল। আমার তৈরি করা ‘দি এলিয়ান’-এর চিত্রনাট্যের হাজার-হাজার কপি ছড়িয়ে রয়েছে হলিউডে। অনেকেই সেই চিত্রনাট্য পড়েছিলেন। লস অ্যাঞ্জেলেসের একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, কোনও এক ভারতীয় যুবক সেই চিত্রনাট্যটি পড়েছিলেন এবং ‘ইটি’ ছবিটি দেখে বলেছিলেন, স্টিভেন স্পিলবার্গ সত্যজিৎ রায়ের থেকে আইডিয়া চুরি করে ‘ইটি’ তৈরি করেছেন।”