ক্লান্ত দর্শনা, সৌরভের ব্যবহারে অবাক সকলে, ‘এরকম তো ভাবতেও পারিনি’
Saurav Das: এক বছর ধরে প্রেম করার পর বিয়ে করেছেন সৌরভ-দর্শনা। তবে আগে থেকে কিছুই জানানি ওঁরা। বিয়ের দু’সপ্তাহ আগেই প্রকাশ্যে এসেছিল তাঁদের প্রেমের খবর। কেন এই গোপনীয়তা?
এই সবে বিয়ে হয়েছে দু’জনের। গত ১৫ ডিসেম্বর বিয়ে করেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। তা নিয়ে কম আলোচনা হয়নি। নেটিজেনদের আতসকাচে ক্রমাগত বিদ্ধ হতে হয়েছিল সৌরভকে। তিনি দায়িত্ববান নন, আগে হাজারও নারী অনুসঙ্গ রয়েছে, আগে নাকি বিয়েও হয়েছিল একবার– ইত্যাদি নানা কথার ভিড়ে জর্জরিত হতে হয়েছে সৌরভকে। তবে এবার তিনি যা করলেন তাতে বদলে গেল তাঁর ইমেজ। নেটিজেনদের একাংশের চোখে ‘ভাল বর’-এর তকমা জিতে নিলেন তিনি।
সম্প্রতি শুরু হয়েছে দর্শনার শুটিং। শুভ্রজিৎ মিত্রের ম্যাগনাম ওপাস ‘দেবী চৌধুরানি’তে দেখা যাবে তাঁকে। শুটিং শেষে ক্লান্ত দর্শনার পা টিপে দেওয়া থেকে তাঁর খেয়াল রাখা, এ সবই করতে দেখা গিয়েছে সৌরভকে। সেই ছবি দর্শনা ভাগ করে নিতেই হচ্ছে প্রশংসা। অনেকেই লিখছেন, “সৌরভ যে এতটা দায়িত্ব নিয়ে সংসার করবেন তা ভাবতেও পারিনি।”
এক বছর ধরে প্রেম করার পর বিয়ে করেছেন সৌরভ-দর্শনা। তবে আগে থেকে কিছুই জানানি ওঁরা। বিয়ের দু’সপ্তাহ আগেই প্রকাশ্যে এসেছিল তাঁদের প্রেমের খবর। কেন এই গোপনীয়তা? সৌরভ জানিয়েছিলেন, আগের বেশ কিছু সম্পর্ক কাজ করেনি। তাই এই সম্পর্ক পরবর্তী ধাপে না এগনো পর্যন্ত যৌথভাবে এই সিদ্ধান্তই নিয়েছিলেন দু’জনে। ওই যে প্রবাদ– ‘কিপ ইট প্রাইভেট, আনটিল ইটস পারমানেন্ট’– যতক্ষণ না পর্যন্ত স্থায়ী কিছু হচ্ছে তাঁকে ব্যক্তিগতই রাখা উচিৎ। বিয়ের পর দু’জনেই কাজে ফিরেছেন। এক ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে তাঁদের।