Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি বাঁদরের মতো…’, ৬০-এর দরজায় এসে নিজেকে নিয়ে বিস্ফোরক শাহরুখ?

Shah Rukh Khan: শুভেচ্ছাবার্তায় ভাসছেন কিং খান। তারই মাঝে এবার ভাইরাল তাঁর মন্তব্য। কিং খান বরাবরই খোলা মনে আড্ডা দিতে পছন্দ করেন। খুব একটা প্রাইভেট পারসন নন শাহরুখ। তাঁকে প্রশ্ন করলে সংসার থেকে কেরিয়ার, সব বিষয়ই উত্তর পাওয়া যায়। তাই বলে নিজেকে 'বাঁদর' বলে বসলেন? 

'আমি বাঁদরের মতো...', ৬০-এর দরজায় এসে নিজেকে নিয়ে বিস্ফোরক শাহরুখ?
Follow Us:
| Updated on: Aug 12, 2024 | 4:12 PM

শাহরুখ খান। বলিউড বাদশা। যাঁকে পর্দায় দেখার জন্য প্রতিটা পলকে মরিয়া থাকেন ভক্তরা। কিং খানে মানেই হাজার হাজার মহিলার মনের মানুষ। বলিউডে একমাত্র রোম্যান্টিক হিরো, যিনি ৬০-এর দরজায় এসেও প্রাসঙ্গিক। গোটা বিশ্ব যাঁর ভক্ত, সেই শাহরুখ খান এবার নিজেকে নিয়ে এ কী বললেন? ১০ অগাস্ট লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য পার্দো আলা ক্যারিয়েরা অ্যাওয়ার্ড পান কিং খান। বর্তমানে সেই ছবি ছড়িয়ে রয়েছে সর্বত্র। শুভেচ্ছাবার্তায় ভাসছেন কিং খান। তারই মাঝে এবার ভাইরাল তাঁর মন্তব্য। কিং খান বরাবরই খোলা মনে আড্ডা দিতে পছন্দ করেন। খুব একটা প্রাইভেট পারসন নন শাহরুখ। তাঁকে প্রশ্ন করলে সংসার থেকে কেরিয়ার, সব বিষয়ই উত্তর পাওয়া যায়। তাই বলে নিজেকে ‘বাঁদর’ বলে বসলেন?

সম্প্রতি শাহরুখ খান স্টারডার্ম প্রসঙ্গে মুখ খোলেন। কিং বলেন, ‘আমি এমন এক জায়গা থেকে উঠে আসা ব্যক্তি, সেখানে দাঁড়িয়ে যদি আমি মানুষের কাছে পৌঁছতে পারি, সেটাই আমার জন্য অনেক। আমি স্টারডার্ম কখনও বুঝতেই পারি না। আমি শুধু আনন্দ দিতে চাই। আমি বাঁদরের মতো। আপনার জন্য আমি সব কিছু করতে পারি। মানুষ যখন তা পছন্দ করেন, আমি তাতেই খুশি হই। প্রত্যেকের একটা জীবন আছে। কিন্তু আমায় ভালবাসার জন্য তাঁরা সম করে নেন। স্টারডার্ম এটারই সঙ্গে পাওয়া।’

এখানেই শেষ নয়, শাহরুখ আরও বলেন, ‘স্টারডার্ম জরুরী নয়। আমি এটাকে শ্রদ্ধা করি। আমি সবাইকে বলি এটাকে আমি চায়ের মতো পান করি। আমার বোঝার কিংবা অধিকার বোধ করার কিছু নেই। যেদিন আমি আনন্দ দিতে পারব না, সেদিন আমি কারও জন্য কিছুই থাকব না। আমি স্টার হওয়ার চেষ্টা করি না। আমি আমার মতো থাকার চেষ্টা করি, পর্দার সামনে ও পিছনে।’