AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কিং’ শাহরুখের লুক ফাঁস! রেগেমেগে কী সিদ্ধান্ত নিলেন বাদশা?

সম্প্রতি শাহরুখের টিমের তরফ থেকে অনুরাগীদের অনুরোধ করে বলা হয়েছে। শাহরুখের এই কিং প্রোজেক্টে রয়েছে প্রচুর চমক। যার মধ্যে অন্যতম শাহরুখের এই লুক। এটা যদি এখনই ফাঁস হয়ে যায়, তাহলে আসল মজাই চলে যাবে। কারণ, এরপর শাহরুখ দেবেন খুব বড় চমক। তাই অপেক্ষা করুন সেটার জন্য।

'কিং' শাহরুখের লুক ফাঁস! রেগেমেগে কী সিদ্ধান্ত নিলেন বাদশা?
| Updated on: Sep 06, 2025 | 2:21 PM
Share

গতকাল থেকেই সোশাল মিডিয়া উত্তাল কিং ছবিতে শাহরুখের নতুন লুক নিয়ে। ধূসর চুল, কালো সানগ্লাসে শাহরুখেপ কিং অবতার দেখে অনুরাগীরা তো একেবারে উন্মাদ! কিন্তু সোশাল মিডিয়ার এই ঝড়কে একেবারে পছন্দ করছেন না টিম শাহরুখ। বরং বিষয়টি আটকাতে নেটপাড়ায় কড়া নজর রেখেছেন তাঁরা। জানা গিয়েছে, শাহরুখের কড়া নির্দেশ, সোশাল মিডিয়া থেকে একেবারে উড়িয়ে দিতে হবে তাঁর এই সারপ্রাইজ অবতার!

সম্প্রতি শাহরুখের টিমের তরফ থেকে অনুরাগীদের অনুরোধ করে বলা হয়েছে। শাহরুখের এই কিং প্রোজেক্টে রয়েছে প্রচুর চমক। যার মধ্যে অন্যতম শাহরুখের এই লুক। এটা যদি এখনই ফাঁস হয়ে যায়, তাহলে আসল মজাই চলে যাবে। কারণ, এরপর শাহরুখ দেবেন খুব বড় চমক। তাই অপেক্ষা করুন সেটার জন্য। দয়া করে শাহরুখের লুকের ছবি শেয়ার করবেন না। অনেকে মনে করছেন, শাহরুখের টিমের দেখে এসব কথা বলা হলেও, ছবি ভাইরাল করাও ছবির প্রচারের এক স্ট্র্যাটিজি।

‘কিং’ ছবি নিয়ে উত্তেজনার আরও এক বিশেষ কারণ, এই প্রথমবার শাহরুখ খান তাঁর কন্যা সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালে। ছবিতে অন্যান্য চরিত্রে থাকছেন জয়দীপ আহলাওয়াত, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরসহ একগুচ্ছ তারকা। শুরুর দিকে ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ, তবে পরবর্তীতে সেটি চলে যায় ‘পাঠান’-খ্যাত সিদ্ধার্থ আনন্দের হাতে। এখন দেখার, শাহরুখের ‘কিং’-বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে।