শুটিং সেটে শাহরুখের চূড়ান্ত বায়নাক্কা? সত্যি সামনে এল
শাহরুখ খান আবারও প্রমাণ করলেন কেন অনুরাগীরা তাঁকে শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন ব্যক্তিত্ব হিসেবেও ভালোবাসেন! কিং খান সাধারণ প্রশ্নকেও স্মরণীয় মুহূর্তে পরিণত করতে জানেন। শনিবার সন্ধ্যায়, শাহরুখ খান হঠাৎ করেই এক্স-এ (আগের টুইটার) ‘আস্ক এসআরকে’ সেশনে অংশ নিয়ে অনুরাগীদের চমকে দেন। যেখানে তিনি খোলামেলা ভাবে উত্তর দেন তাঁর আসন্ন প্রজেক্ট, পরিবার এবং শ্যুটিং সেটে জীবনের নানা প্রশ্নের।

শাহরুখ খান আবারও প্রমাণ করলেন কেন অনুরাগীরা তাঁকে শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন ব্যক্তিত্ব হিসেবেও ভালোবাসেন! কিং খান সাধারণ প্রশ্নকেও স্মরণীয় মুহূর্তে পরিণত করতে জানেন। শনিবার সন্ধ্যায়, শাহরুখ খান হঠাৎ করেই এক্স-এ (আগের টুইটার) ‘আস্ক এসআরকে’ সেশনে অংশ নিয়ে অনুরাগীদের চমকে দেন। যেখানে তিনি খোলামেলা ভাবে উত্তর দেন তাঁর আসন্ন প্রজেক্ট, পরিবার এবং শ্যুটিং সেটে জীবনের নানা প্রশ্নের।
একজন অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, তিনি কি কখনও শ্যুটিং সেটে রাগ বা মেজাজ দেখান—এমন প্রশ্ন প্রায়ই বড় তারকাদের ঘিরে ওঠে। শাহরুখ তাতেই মজাদার ভঙ্গিতে উত্তর দিয়ে ইন্টারনেট জয় করে নেন। তিনি লেখেন, “সেটে আমাকে মেজাজ দেখাতে দেয় না কেউ।” এরপর মজা করে যোগ করেন, “এখন তো ‘কিং’-এ আরও কম—ডিরেক্টর এত কড়া আর সংগঠিত।” তাঁর এই মন্তব্য কেবল গুজবকে থামিয়ে দেয়নি, বরং ‘কিং’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও এক ঝলক সামনে এনেছে।
যেখানে অনুরাগীরা অধীর আগ্রহে ‘কিং’ ছবির অপেক্ষায় রয়েছেন, সেখানে ছবিটি সামান্য বিলম্বের সম্মুখীন হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি হাই-অকটেন অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন শাহরুখ কাঁধে চোট পান। যদিও এই চোট গুরুতর নয়, তবে নায়ককে চিকিৎসার জন্য আমেরিকা যেতে হয়েছিল। চিকিৎসকরা তাঁকে অন্তত এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন, যার ফলে সেপ্টেম্বর বা অক্টোবরে শুটিং পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিরতির কারণে প্রোডাকশন শিডিউলে কিছুটা পরিবর্তন এসেছে। তবে টিম আশাবাদী যে খুব শিগগিরই কাজ আবার শুরু হবে।
