AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজে হাতেই ছবির টিকিট বিক্রি করছেন দেব-সৃজিত? টক্করে যখন ‘টেক্কা’

Srijit-Dev: খোদ সুপারস্টার দেব নাকি বিক্রি করছেন টিকিট। জানতে চাইছেন আসন কোনটা? পাশাপাশি একই ছবি দেখা গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ক্ষেত্রে। তিনিও রীতিমত টিকিট বিক্রি করছেন। কোন ছবির? 

নিজে হাতেই ছবির টিকিট বিক্রি করছেন দেব-সৃজিত? টক্করে যখন 'টেক্কা'
| Updated on: Oct 06, 2024 | 5:34 PM
Share

খুলে গেল গ্লোব সিনেমার দরজা। কিছুদিন ধরেই খবরের শিরোনামে ছিল এই সিনেমাহলের নাম। শোনা গিয়েছিল বন্ধ হয়ে যাচ্ছে। তবে এমনটা মোটেও নয়। বরং নতুন ছন্দে ফিরল তা সাধারণের মাঝে। যুগের সঙ্গে তাল মিলিয়ে হয়ে উঠছে মাল্টিপ্লেক্স। বর্তমানে আছে দুটি স্ক্রিন। সেখানেই পুজোর একগুচ্ছ ছবি মুক্তির তালিকায়। কিন্তু হঠাৎ সেখানে এমন কী হল, যার জন্য প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়! নাহ, তেমন কিছু নয়, তবে টিকিট কাউন্টারে চোখ রাখলে অবাক হতেন আপনিও। খোদ সুপারস্টার দেব নাকি বিক্রি করছেন টিকিট। জানতে চাইছেন আসন কোনটা? পাশাপাশি একই ছবি দেখা গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ক্ষেত্রে। তিনিও রীতিমত টিকিট বিক্রি করছেন। কোন ছবির?

পুজো উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে টেক্কা। আর তারই প্রচারে এবার গ্লোব প্রেক্ষাগৃহে হাজির ছবির দুই সদস্য। আর যে খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা হাজির সকাল সকাল। তবে কেবল গ্লোব সিনেমা হলে নয়, পাশাপাশি এদিন শহরের আরও অনেক প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সকল ভিডিয়ো। পুজোয় গ্লোবে এবারে তিনটে বাংলা ছবি মুক্তি পাচ্ছে। টেক্কা, শাস্ত্রী ও বহুরূপী দেখানো হবে। পাশাপাশি থাকছে স্ত্রী ২ ছবিও।

তবে টেক্কা ছবির এই নয়া কায়দায় প্রচারে ভক্তরা বেশ উত্তেজিত। ইতিমধ্যেই প্রথম দিনের শো প্রায় হাউসফুল বলাউ চলে। এখন দেখার কড়া টক্করের বাজারে টেক্কার আয় ঠিক কত টাকা ঘরে তোলে। গত কয়েকমাস ধরে বাংলা ছবির বক্স অফিসের হাল বেজায় খারাপ। যদিও বাংলার বুকে ছক্কা হাকিয়েছে স্ত্রী ২ ছবি। এখন দেখার পুজোর বাজারে কত বাংলা ছবির ঘরে লক্ষ্মী ফেরে কি না।