কেন ভাঙল শ্রীদেবী-মিঠুনের প্রেম? এতবছর পর সত্যিটা এল সামনে
শোনা যায় শ্রীদেবীকে নাকি লুকিয়ে বিয়েও করেছিলেন মিঠুন। এতসব রটে গেলেও মিঠুন ছিলেন চুপ। শ্রীদেবীর মুখেও এই সম্পর্ক নিয়ে টু শব্দটি ছিল না। তবে এবার এল এমন এক সত্য, যা শুনলে মিঠুন ও শ্রীদেবী অনুরাগীরা অবাক হবেন।

শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি মিঠুন চক্রবর্তী। এমনকী, এক সময়ের বলিউডের গুঞ্জনে সুপারহিট ছিল শ্রীদেবী ও মিঠুনের প্রেমের গল্প। এমনকী, শোনা যায় শ্রীদেবীকে নাকি লুকিয়ে বিয়েও করেছিলেন মিঠুন। এতসব রটে গেলেও মিঠুন ছিলেন চুপ। শ্রীদেবীর মুখেও এই সম্পর্ক নিয়ে টু শব্দটি ছিল না। তবে এবার এল এমন এক সত্য, যা শুনলে মিঠুন ও শ্রীদেবী অনুরাগীরা অবাক হবেন।
সম্প্রতি এক ইউটিউব চ্য়ানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বলিউড পরিচালক করণ রাজদান জানিয়েছেন, ঠিক কী কারণে শ্রীদেবী ও মিঠুনের সম্পর্ক ভেঙেছে।
করণ রাজদান মিঠুনের খুব কাছের মানুষ ছিলেন। শ্রীদেবীও পছন্দ করতেন করণকে। সিনেমার আলোচনার বাইরেও, মিঠুনের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করতেন করণ। সেই সূত্রেই শ্রীদেবী ও মিঠুনের সম্পর্ক খুব কাছ থেকে দেখেছেন তিনি।
করণ জানিয়েছেন, মিঠুন খুব শান্ত প্রকৃতির মানুষ। খুবই আবেগপ্রবণ। করণ আরও জানান, মিঠুনের সঙ্গে নানা কারণে শ্রীদেবীর ঝগড়া লেগেই থাকত। দুজনেই চিৎকার করে ঝগড়া করতেন। তাঁদের বাড়িতে গিয়ে দেখেছি, বন্ধ ঘরে সারারাত ধরে ঝগড়া করতেন মিঠুন-শ্রীদেবী। পরের দিন সকালে দুজনেই শুটিংয়ে যেতেন এমনভাবে, যেন কিছুই ঘটেনি। তবে এই ঝগড়া রোজ হত। এই ঝগড়ার কারণেই হয়তো তাঁদের সম্পর্কটা টিকল না। তবে দুজনেই যে, দুজনকে খুব ভালবাসতেন তা প্রকাশ পেত।
