মহালয়ায় ‘দুর্গা’ হচ্ছেন পায়েল দে? কী বললেন অভিনেত্রী
দুর্গা ধারাবাহিক দিয়েই বাঙালির ড্রয়িংরুমে নিজের পরিচয় তৈরি করেছিলেন পায়েল। তাঁর সেই রূপ আজও ভোলেননি দর্শক। আরও একবার স্মৃতির পাতায় তাঁরা দিতে চান ডুব।
‘পায়েল দে কে দুর্গা হিসেবে আবারও দেখতে চাই…’— সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই দাবি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যান পেজে। নেটিজেনদের বক্তব্য, দুর্গার রুদ্ররূপ ও একই সঙ্গে স্নিগ্ধতা নাকি ফুটিয়ে তুলতে পারেন পায়েলই। সত্যিই কি এরকম প্রস্তাব পৌঁছেছে অভিনেত্রীর কাছে? টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। কী বললেন তিনি?
পায়েল জানালেন নেটিজেনদের অনেকেই যে তাঁকে দুর্গা রূপে চাইছেন সে খবর তাঁর কাছে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে তাঁর সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, “অনেকেই চাইছেন সেটা শুনেছি। কিন্তু আমাকে দুর্গা হিসেবে ভাবা হচ্ছে কিনা আমি সত্যিই জানি না। আমাকে এই ব্যাপারে কিছু বলা হয়নি এখনও”।
দুর্গা ধারাবাহিক দিয়েই বাঙালির ড্রয়িংরুমে নিজের পরিচয় তৈরি করেছিলেন পায়েল। তাঁর সেই রূপ আজও ভোলেননি দর্শক। আরও একবার স্মৃতির পাতায় তাঁরা দিতে চান ডুব। ‘গার্লস টু দ্য নেক্সট ডোর’– পায়েলকেই তাই তাঁদের পছন্দ। তবে সূত্রের খবর, মহালয়ার সকালে দুর্গা হিসেবে কর্তৃপক্ষের মাথায় রয়েছে অন্য নাম। যদিও সে ব্যাপারে এখনই মুখ খুলতে চান না তাঁরা।
জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে এখন প্রতিদিন পায়েলের অভিনয় দেখেন দর্শক। ধারাবাহিকের পাশাপাশি অন্য ফর্মেও ধীরে ধীরে কাজ শুরু করেছেন। মেরাখের জন্মের পর কিছুদিন বিরতি নিয়েছিলেন। ছেলের সব কাজ একা হাতে করতেন তিনি। আসলে ছেলের বড় হওয়ার কোনও মুহূর্তই মিস করতে চাননি। লকডাউনের কারণে মাঝে সব রকম কাজই বন্ধ ছিল। ধীরে ধীরে ফের সব কিছু স্বাভাবিক হচ্ছে। পায়েলও কাজে ফিরছেন। মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘মুখোশ’। পায়েলকেই আরও একবার দুর্গা রূপে পাবেন কিনা দর্শক, তার জন্য ধরতে হবে ধৈর্য।
আরও পড়ুন- শ্রাবন্তীর জন্মদিনে ‘সেরা উপহার’ এল মুখ্যমন্ত্রীর কাছ থেকেই! আপ্লুত অভিনেত্রী