অভিনবের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার প্রমাণ হিসেবে ভিডিয়ো শেয়ার শ্বেতার
শ্বেতা আরও জানিয়েছেন, তাঁর ছেলে মানসিক আঘাত পেয়েছে। সে কারণেই অভিনবের থেকে ছেলেকে তিনি দূরে সরিয়ে রাখেন। তিনি নিজে যতটা সম্ভব চার বছরের রেয়াংশে শান্ত এবং আনন্দে রাখার চেষ্টা করেন।
শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) এবং অভিনব কোহলির (Abhinav Kohli) একে অপরের প্রতি অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালা চলছে গত কয়েকদিন ধরে। শ্বেতা এক সময় অভিনবের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেই দাম্পত্য বিচ্ছেদ চেয়েছিলেন। এ বার সেই পুরনো অভিযোগের ভিত্তিতে একটি ভিডিয়ো শেয়ার করলেন। শ্বেতার দাবি, অভিনব যে তাঁর গায়ে হাত দিতেন ওই ভিডিয়োতেই তা স্পষ্ট।
শ্বেতা ইনস্টাগ্রামে ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘এ বার সত্যিটা সামনে আসা দরকার। কিন্তু এটা সব সময় আমার অ্যাকাউন্টে থাকবে না। আমি পোস্ট করছি প্রমাণ দেওয়ার জন্য। পরে ডিলিট করে দেব। দেখুন, আমার ছেলে কেন ওকে ভয় পায়। ওই ঘটনার পর ছেলে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে এক মাস রাতে ভাল করে ঘুমোতে পারেনি।’
View this post on Instagram
শ্বেতা আরও জানিয়েছেন, তাঁর ছেলে মানসিক আঘাত পেয়েছে। সে কারণেই অভিনবের থেকে ছেলেকে তিনি দূরে সরিয়ে রাখেন। তিনি নিজে যতটা সম্ভব চার বছরের রেয়াংশে শান্ত এবং আনন্দে রাখার চেষ্টা করেন। ছেলে বাবাকে দেখলে কেন ট্রমাতে চলে যায়, তার প্রমাণ দিয়েছেন বলে দাবি করেছেন শ্বেতা।
আরও পড়ুন, ‘আমার পাঠানো টাকা হজম করে বলছ, ছেলের জন্য টাকা দিইনি!’ শ্বেতাকে ফের কটাক্ষ অভিনবের
View this post on Instagram
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় শো খতড়ো কা খিলাড়ির শুটিং করতে শ্বেতা দক্ষিণ আফ্রিকা পাড়ি দেওয়ার পরই সমস্যা সূত্রপাত। তিনি রেয়াংশে নিজের বাবা-মায়ের কাছে রেখে গিয়েছেন। কখনও অভিনব অভিযোগ তুলেছেন, ছেলের দায়িত্ব নেওয়া নিয়ে। কখনও শ্বেতার অভিযোগ, অভিনব ছেলের জন্য কোনও আর্থিক সাহায্য করেন না। সেই অভিযোগ নস্যাৎ করে ফের ভিডিয়ো পোস্ট করেছেন অভিনব। তবে শ্বেতার এই গার্হস্থ্য হিংসার অভিযোগের পর এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি অভিনব।
আরও পড়ুন, সন্তান জন্মের পরও নায়করা রোম্যান্স করতে পারেন, কিন্তু নায়িকারা নন: অমৃতা রাও