‘দ্য বেঙ্গল ফাইলস’-এ পার্বতী বাউলের গান, শহরে কি মুক্তি পাবে ছবি?
বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির প্রথম গান মুক্তি পেল। ভারতের ইতিহাসের এক বিভীষিকাময় সত্যকে সুরের মাধ্যমে তুলে ধরতে, বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির প্রথম গান 'কিছুদিন মনে মনে' তৈরি করা হয়েছে, এমনই দাবি পরিচালকের।

বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির প্রথম গান মুক্তি পেল। ভারতের ইতিহাসের এক বিভীষিকাময় সত্যকে সুরের মাধ্যমে তুলে ধরতে, বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির প্রথম গান ‘কিছুদিন মনে মনে’ তৈরি করা হয়েছে, এমনই দাবি পরিচালকের। ১৯৪৬ সালের ১৬ই অগাস্ট কলকাতায় সংগঠিত ডাইরেক্ট অ্যাকশন ডে-র পটভূমিতে নির্মিত, ‘দ্য বেঙ্গল ফাইলস’ হলো নির্মাতার ট্রিলজির শেষ অধ্যায়—এর আগে মুক্তি পেয়েছিল ‘দ্য তাশখন্দ ফাইলস’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’।
এই গান শুধুই একটি সুর নয়—এর সঙ্গে রয়েছে ডাইরেক্ট অ্যাকশন ডে-র নির্মম ও সত্যনিষ্ঠ দৃশ্যপট, সেটাও দাবি পরিচালকের। ‘কিছুদিন মনে মনে’ গানটি গেয়েছেন ও সুর দিয়েছেন পার্বতী বাউল এবং এটি একটি ঐতিহ্যবাহী বাঙালি সুরের আবহে গাঁথা হয়েছে। ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর চিত্রনাট্য সাজানো ও পরিচালনায় রয়েছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। প্রযোজনার দায়িত্বে আছেন অভিষেক আগরওয়াল, পল্লবী জোশী এবং বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশী, অনুপম খের, দর্শন কুমার। বাংলা থেকে এই ছবিতে দেখা যাবে সৌরভ দাস আর শাশ্বত চট্টোপাধ্যায়কে।
শহরে এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পরিচালক। তবে হোটেলে ট্রেলার মুক্তির সময়ে জটিলতা তৈরি হয়। তাঁকে ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হয় বলে দাবি করেছেন পরিচালক। ৫ সেপ্টেম্বর দেশজুড়ে এই ছবির মুক্তি। শহরে এই ছবি কি কোনও সিনেমা হলে মুক্তি পাবে, সেই উত্তর খোঁজার চেষ্টা করছেন কিছু সিনেমাপ্রেমী।
