Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood News: মুক্তি পেল বহুরূপী শিল্পের বিপন্ন অবস্থা নিয়ে নির্মিত রাজাদিত্যর নতুন তথ্যচিত্রের টিজার

Tollywood News: এই ছবিতে বহুরুপী শিল্প এবং সেই শিল্পের সাথে যুক্ত শিল্পীদের জীবন ও সংগ্রামের বয়ান দেখাবেন পরিচালক। কিংবদন্তি বহুরূপী শিল্পী সুবলদাস বৈরাগ্য , রবি পণ্ডিত , বীরভূমের ব্যাধ পরিবারের রাজেন্দ্র ব্যাধ ও বাজিকর সম্প্রদায়ের বহুরূপী ভানু বাজীকর প্রমুখদের বয়ানে ছবিতে বহুরূপী শিল্পের বিপন্ন অবস্থার কথা তুলে ধরতে চলেছেন তিনি।

Tollywood News: মুক্তি পেল বহুরূপী শিল্পের বিপন্ন অবস্থা নিয়ে নির্মিত রাজাদিত্যর নতুন তথ্যচিত্রের টিজার
ছবিতে বহুরুপীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে জানার চেষ্টা করা হয়েছে এই শিল্প সম্পর্কে তাদের মতামত।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2021 | 6:45 AM

মুক্তি পেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের আসন্ন তথ্যচিত্র ‘Dying Art of the Bohurupis of Bengal’ (বিপন্ন বহুরূপী)- এর টিজার। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রাজাদিত্য তাঁর ‘ডেথ সার্টিফিকেট ‘ চলচ্চিত্রর জন্য বিখ্যাত। পৃথিবীর নানা প্রান্তের চলচ্চিত্র উৎসব ঘুরে ২০১৮তে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল এই ছবি।

রাজাদিত্য নিজে একজন দক্ষ থিয়েটার অভিনেতা ও চিত্রনাট্য লেখক। এর আগে তার নির্মিত ছবি গুলির মধ্যে অন্যতম ডেথ ট্রিলজি। ডেথ সার্টিফিকেটের পর আরও দুটি ফিচার ছবি (‘শিবরাত্রি’ ও ‘শববাহিকা’) নির্মাণ করেন তিনি। এ ছাড়াও নির্মাণ করেছেন আরও বেশ কয়েকটি তথ্যচিত্র। তাঁর তৈরি উল্লেখযোগ্য কয়েকটি তথ্যচিত্র হল ‘ওয়াটারওয়ালা’, ‘Lost for Words’ , ‘ডেথ অফ ডেথ’, ‘ওয়ান ডে ইন ইন্ডিয়া’ ইত্যাদি। তাঁর আসন্ন তথ্যচিত্র ‘Dying Art of the Bohurupis of Bengal’ (বিপন্ন বহুরূপী)- এর টিজার ইতিমধ্যেই পছন্দ করছেন দর্শক। ভারত ও ফিনল্যান্ডের যৌথ প্রযোজনায় নির্মিত এই তথ্যচিত্রে বাংলার প্রায় বিলুপ্ত বহুরূপী দের কথা তুলে ধরতে চলেছেন রাজাদিত্য।

এই ছবিতে বহুরুপী শিল্প এবং সেই শিল্পের সাথে যুক্ত শিল্পীদের জীবন ও সংগ্রামের বয়ান দেখাবেন পরিচালক। কিংবদন্তি বহুরূপী শিল্পী সুবলদাস বৈরাগ্য , রবি পণ্ডিত , বীরভূমের ব্যাধ পরিবারের রাজেন্দ্র ব্যাধ ও বাজিকর সম্প্রদায়ের বহুরূপী ভানু বাজীকর প্রমুখদের বয়ানে ছবিতে বহুরূপী শিল্পের বিপন্ন অবস্থার কথা তুলে ধরতে চলেছেন তিনি। বহুরূপী অর্থাৎ বহুরূপে যার প্রকাশ, ইতিহাসের একটি সুপ্রাচীন শিল্পকলা। কিন্তু নিছক শিল্পের গন্ডিতেই তার যাতায়াত  সীমিত নয়। সমাজ, ধর্ম, আঞ্চলিক সংস্কৃতি ও ভাষাগত প্রকাশের নানাবিধ ক্ষেত্রগত দিকের সঙ্গে সেটির সংযোজন একটি বিশিষ্ট রূপ প্রদানে সক্ষম হয়েছে। তাই বহুরূপীর ইতিহাস কেবল একটি শিল্পের কথা নয়, তা ঐ শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জীবনের ওঠা- পড়ার গল্প, কী ভাবে জীবন সংগ্রামের মধ্য দিয়ে এই শিল্পীরা তাঁদের প্যাশনকে অবলম্বন করে আছেন তা তুলে ধরার গল্প; একই সঙ্গে এই ইতিহাস এক বিশেষ ধরনের পারফরম্যান্সের এবং যে সমস্ত অঞ্চলগুলিতে তার বিকাশ, তাদের সংস্কৃতি, ভাষা ও সামাজিক আঙ্গিকগুলি আত্মস্থ করে নেওয়ার প্রকৃতি ছবির মধ্যে দেখাবেন পরিচালক।

এই ছবির প্রসঙ্গে রাজাদিত্য বলেন, “এই তথ্যচিত্র গবেষণাধর্মী ও মৌলিক। এটি সমাজের এক শ্রেণীর অবহেলিত ও প্রান্তিক শিল্পীদের কথা তুলে ধরবে। একই সাথে একটি সুপ্রাচীন শিল্পের পতনোন্মুখ অবস্থা এবং তাকে রক্ষার প্রয়োজনীয়তার প্রতিও দৃষ্টি আকর্ষণ করবে। ছবির সিনেমাটোগ্রাফার তন্ময় কর্মকার, নয়ন তালুকদার, গিরিধারি গড়াই এবং ছবি সম্পাদক ও রঙ বিন্যাসক সুমন্ত সরকারের অসাধারণ মুন্সিয়ানায় ছবিটি এক অন্য মাত্রা পেয়েছে। আশা করি দর্শকদের এই ছবি ভাল লাগবে।”

ছবিতে বহুরুপীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে জানার চেষ্টা করা হয়েছে এই শিল্প সম্পর্কে তাদের মতামত, বর্তমান সময়ে বিশেষত করোনাকালীন লকডাউনের পরিস্থিতিতে তাদের বেঁচে থাকার সংগ্রাম এবং সার্বিক ভাবে, বহুরূপী শিল্পের অধুনা দুরবস্থাকে। একই সঙ্গে, দেখানো হবে তাদের সাজ, পারফরমান্স এবং জীবন যাপনের নানা দিক যা দর্শক মনকে ভাবতে বাধ্য করবে বাংলার ইতিহাসের পাতায় এই শিল্পের অবস্থান কতখানি তাৎপর্যপূর্ণ এবং তার সঙ্গে এর বর্তমান দুরবস্থা কতখানি বেদনাদায়ক।

ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন তন্ময় কর্মকার, নয়ন তালুকদার, ও গীরিধারি গড়াই।। ছবির সম্পাদনা ও রং বিন্যাস করেছেন সুমন্ত সরকার, শব্দ গ্রহণ ও সঙ্গীত পরিকল্পনা করেছেন ব্যাক বেঞ্চার্স। ইনসোমনিয়া মুভিজ নিবেদিত এই ছবি পরিচালক বাপ্পাদিত্য উৎসর্গ করেছেন প্রখ্যাত সাহিত্যিক ও পিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং প্রখ্যাত প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ও তার দাদা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন, Tollywood News: মাস্কে ঢেকেছে চোখ, দেবের পাশে ইনি কে!