Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lokkhi Chhele: ‘লক্ষ্মী ছেলে’র মুকুটে নতুন পালক, কী বললেন কৌশিক-উজান?

Lokkhi Chhele: ‘লক্ষ্মী ছেলে’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের একমাত্র পুত্র উজান গঙ্গোপাধ্যায়। নিবেদনে পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। প্রযোজনা করেছে উইনডোজ।

Lokkhi Chhele: ‘লক্ষ্মী ছেলে’র মুকুটে নতুন পালক, কী বললেন কৌশিক-উজান?
বাবা এবং ছেলে, তথা পরিচালক এবং অভিনেতা জুটি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2021 | 3:37 PM

দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর পর কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘লক্ষ্মী ছেলে’র মুকুটে যোগ হল নতুন পালক। এ বার কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিচার ফিল্ম সেকশনে অফিশিয়াল সিলেকশন হল এই ছবির। আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ছবির সঙ্গে এ বার প্রতিযোগিতা করবে এই ছবি।

‘লক্ষ্মী ছেলে’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের একমাত্র পুত্র উজান গঙ্গোপাধ্যায়। নিবেদনে পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। প্রযোজনা করেছে উইনডোজ। ছবির মুকুটে নতুন পালক যোগ হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি শিবপ্রসাদ, নন্দিতা। শিবপ্রসাদের কথায়, “আমার মনের খুব কাছের এই ছবি। সত্যিই এই ছবির বহু সাফল্য প্রাপ্য। ইতিমধ্যেই সেই পরিচিতি পেতে শুরু করেছে। আজকের দিনে দাঁড়িয়ে ‘লক্ষ্মী ছেলে’ ছবির যে বার্তা তা অত্যন্ত প্রাসঙ্গিক। আমি এবং নন্দিতাদি দুজনেই এই ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত।”

কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘লক্ষ্মী ছেলে’র বাছাই প্রসঙ্গে কৌশিক বলেন, “বিশ্ব জুড়ে মোট ১১টি ছবি বাছাইয়ের তালিকায় রয়েছে। ‘লক্ষ্মী ছেলে’ একমাত্র ভারতীয় ছবি। আমাদের জন্য বড় প্রাপ্তি। পুরস্কার জেতা বা না জেতা অত বড় বিষয় নয়। সিলেক্ট হয়েছে, এটাই বড় ব্যাপার। সমাজের এখন যা পরিস্থিতি, ধর্ম নিয়ে যে অন্ধ কুসংস্কার- এসব কিছুর উপর মানবতা, সে গল্পই বলতে চেয়েছি। এই পরিস্থিতিতে শিল্পের মাধ্যমে এ ধরনের বার্তা দেওয়া জরুরি মনে হয়। এই ছবিতে যেটা খুব ভাল ভাবে করা সম্ভব হয়েছে। এ বার শুধু সঠিক ভাবে সিনেমা হল খুলে যাওয়ার অপেক্ষা। আমরা দর্শকের কাছে পৌঁছতে চাই। এটা শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির জন্য নয়, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য গর্বের মুহূর্ত।”

উজানের প্রথম ছবি ছিল পাভেল পরিচালিত ‘রসগোল্লা’। তারপর বাবার পরিচালনায় এই ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি কৃতজ্ঞ। উজান শেয়ার করলেন, “২০১৯ থেকে ২০২১ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি সমাদার পাচ্ছে। আমরা সত্যিই ভাগ্যবান। আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা- সব জায়গায় সম্মান পেয়েছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে শিল্পীরা, চলচ্চিত্র নির্মাতারা যে এই বিষয়ের সঙ্গে একাত্ম বোধ করছেন, এটা জেনে ভাল লাগছে। সমাজের জন্য মানবতার দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি।”

নতুন জার্নি শুরু করেছেন উজান। এক অন্য উড়ালের খোঁজে পাড়ি দিয়েছেন অক্সফোর্ড। বিশ্ব সাহিত্য নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ পেয়েছেন। উচ্চশিক্ষা লাভের জন্য শহর ছেড়েছেন তিনি। পরিচালক তথা অভিনেতা জুটি কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান ইন্ডাস্ট্রিতে বাবা, মায়ের পরিচয়ে নয়, বরং নিজের কাজের মাধ্যমেই পরিচিত হতে শুরু করেছিলেন। ‘লক্ষ্মী ছেলে’ মুক্তির অপেক্ষায়। এর মধ্যেই এই পদক্ষেপ। তা হলে কি সিনেমা জগতে আর কাজ করবেন না? উজান এ প্রসঙ্গে আগেই TV9 বাংলার কাছে বলেছিলেন, “প্যানডেমিকের কারণে এখন এখানে খুব একটা কাজ হচ্ছে না। কাজ হলেও আমি মনে করি না, এটা আমার কোনও ব্রেক বা সিনেমা জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছি। চলচ্চিত্র জগতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আমার। বাবা, মায়ের কারণে বলছি না। আমারই কাজ করতে ভাল লাগে। আমি সিনেমা নিয়েও পড়াশোনা করছি। সাহিত্য, সিনেমা ক্লোজ লিঙ্কড। অভিনয়ের সুযোগ ওখানেও খুঁজব। আর এখানে তো ফিরবই। পরবর্তী কালে যাই করি, পেশাদার অভিনেতা হই বা না হই, ফিল্ম জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই।”

আরও পড়ুন, Aryan Khan: অনুমতি নিয়ে তবে ছেলের সঙ্গে দেখা করতে পারছেন শাহরুখ?