Raima Sen: কাজলের পথে হাঁটলেন রাইমা, রহস্য লুকিয়ে রয়েছে তাঁর ভুরুতে
Raima Sen: নিজের শরীরের একটি অংশ পাল্টালেন রাইমা।

সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। বিখ্যাত তাঁর রূপের কারণে। ঋতুপর্ণ ঘোষের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন রাইমা। আরও অনেকের ছবিতেই অভিনয় করেছেন তিনি। কিন্তু ঋতুপর্ণা ঘোষের ‘চোখের বালি’র আশালতা তাঁকে সাফল্যের অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। দিদিমার মতো চোখ দুটো পেয়েছেন রাইমা। অনেকে সুচিত্রার মতো দেখতেও বলেন রাইমাকে। সেই রাইমাই পাল্টে ফেললেন তাঁর ভ্রু। কাজলের মতো ইউনিব্রো তৈরি করলেন। তাতে অনুরাগীরাও বেশ খুশি। সকলে তাঁকে বলছেন, “তুমি তো এমনিতেই সুন্দরী, এসব করার দরকার নেই।” এতদিন লিপ জব, নোজ় জব করেছেন অভিনেত্রীরা। কিন্তু ভুরুর জব করিয়েছেন কয়েকজনই।
কী ভাবছেন? সার্জারির মাধ্যমে নিজের ভুরু পাল্টেছেন এই সুন্দরী। এক্কেবারেই নয়। এই ফিল্টারের জামানায় সবই ভার্চুয়ালভাবে করা যায়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। রাইমা ভুরু পাল্টালেন ইন্টাগ্রামের একটি ফিল্টারের সাহায্যে। করলেন ইউনি ব্রো। এমন কাণ্ড দেখে সকলেই বাহবা জানিয়েছেন। পাঠিয়েছেন লাল হৃদয়। অভিনেত্রী পাওলি দামও পাঠিয়েছেন লাল হৃদয়।
View this post on Instagram
পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে রাইমা সেন অভিনীত ওয়েব সিরিজ় ‘মাই’। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ়টি। রাইমা তাঁর আগে বলেছিলেন, “যে কোনও অভিনেতাকে তাঁর শেষ কাজের কারণেই মনে রাখে ইন্ডাস্ট্রি। তাঁর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সুতরাং, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই মারাত্মক। প্রতিটা কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে হয় প্রতিনিয়ত।”
একবার রাইমা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “তুমি ঠিক কতটা ভাল, তার প্রমাণ তোমার শেষ কাজ। তুমি সর্বদাই পরিচিত থাকবে তোমার শেষ কাজ দিয়ে। তবে আমি মনে করি, তোমাকে এই নীতির সঙ্গে খুব পজিটিভভাবে ডিল করতে হবে।”
আরও পড়ুন: Bollywood Gossips: নিতুর সঙ্গে কিয়ারার মাখামাখি, নেটিজ়েনরা বলছেন, তিনিই ‘বউমা’ হলে ভাল হত