Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreelekha Mitra: রাতপার্টিতে মজিয়ে নাচ, শ্রীলেখার ভিডিয়ো দেখে কেন মেজাজ হারাল নেটপাড়া

Social Media Troll: কাছের মানুষদের নিয়ে তেমনই এক ছাদ পার্টিতে নজরে এলেন অভিনেত্রী। নিজেই সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন সেই ভিডিয়ো। তবে তা খুব একটা ভাল চোখে দেখল না নেটপাড়া। এক শ্রেণি তীব্র প্রতিবাদ করলেন, এমন ভিডিয়ো শেয়ার করার জন্য।

Sreelekha Mitra: রাতপার্টিতে মজিয়ে নাচ, শ্রীলেখার ভিডিয়ো দেখে কেন মেজাজ হারাল নেটপাড়া
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 11:48 AM

শ্রীলেখা মিত্র, বরাবরই ভীষণ প্রাণবন্ত। মাঝে মধ্যেই হুল্লোর হইচইতে গা ভাষাতে দেখা যায় তাঁকে। বন্ধুদের সঙ্গে আড্ডা কখনও আবার রাত পার্টিতে বোল্ড লুকে ধরা দেন অভিনেত্রী। এবার কাছের মানুষদের নিয়ে তেমনই এক ছাদ পার্টিতে নজরে এলেন অভিনেত্রী। নিজেই সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন সেই ভিডিয়ো। তবে তা খুব একটা ভাল চোখে দেখল না নেটপাড়া। এক শ্রেণি তীব্র প্রতিবাদ করলেন, এমন ভিডিয়ো শেয়ার করার জন্য। কেউ লিখলেন, মদ গাঁজা এইগুলো প্রচার করেন আপনারা কারন আপনারা নিজেদের জীবনে সবথেকে হতাশ, আমাদের মধ্যবিত্ত শ্রেণির জীবন আপনাদের থেকে অনেক সুখের। ভাল থাকবেন।

কেউ আবার রাজনীতির প্রসঙ্গ তুলে বললেন, দিনের বেলায় কৌটো ঝাঁকায় ۔۔রাত্রে করে ফিস্ট তারাই হল ۔কমুনিস্ট। মদ্যপানের ভিডিয়ো এভাবে সোশ্যাল মিডিয়া শেয়ার করাটা অনেকের ভাল লাগেনি। তাই একশ্রেণি এসে রীতিমতো উপদেশ দিয়ে জানালেন এমন ভিডিয়ো শেয়ার করে মদ্যপানকে প্রমোট না করাই ভাল। যদিও কটাক্ষ খুব একটা গায়ে মাখেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কারণ অতীতে এমন পরিস্থিতির মুখোমুখি তাঁকে বহুবার হতে হয়েছে।

তাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের তিনি যোগ্য জবাব দিতেই বেশি পছন্দ করেন। আর তাই এবারও বিষয়টাকে সেভাবে গুরুত্বই দিলেন না অভিনেত্রী। নিজের আনন্দের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিতেই এই পোস্ট করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই শ্রীলেখা সক্রিয়। তাই ভক্তদের জন্য মাঝেমধ্যেই নানা প্রকার পোস্ট করে থাকেন তিনি। তাই পুজোর মরসুমেও বাদ পরল না তাঁর পোস্ট। শ্রীলেখা মিত্র এদিন পার্টিতে অংশ নিয়েছিলেন, সকলের সঙ্গে আনন্দ উচ্ছ্বাসে গা ভাসিয়ে ফ্রেমবন্দি করেছেন এই ভিডিয়ো। তাই এখন চর্চার দুনিয়া।