Subhashree Ganguly: কখনও ব্রালেট, কখনও বিকিনি…বডি শেমিংকে ‘বুড়ো আঙুল’ শুভশ্রীর
মা হওয়ার পর খানিক গঠনগত পরিবর্তন তাতে স্পষ্ট। তবুও নায়িকা ভালবেসেছেন তাঁর শরীরকে। দূরে সরিয়ে দিয়েছেন যাবতীয় ট্রোলিং। ব্যস্ত রুটিনে তাঁদের এই ট্যুর যেন একগুচ্ছ খেয়ালি বাতাস।
‘বাঙালি বউ, হাতে সোনা, পরেছে ব্রা-লেট!’– মালদ্বীপ থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছবি আপলোড করতেই উড়ে আসছিল একের পর এক মন্তব্য। চলছিল লাগাতার বডিশেমিং। শুভশ্রী অবশ্য তাতে এতটুকুও বিচলিত হননি তার প্রমাণ পাওয়া গেল তাঁর সাম্প্রতিক পোস্টে। আগে আপলোড করেছিলেন কেবল এক ছবি, এ বার আপলোড করলেন এক আস্ত ভিডিয়ো। যে ভিডিয়োতে তিনি কখনও ধরা দিয়েছেন ব্রালেটে আবার কখনও বা জলের তলায় বিকিনিতে।
মা হওয়ার পর খানিক গঠনগত পরিবর্তন তাতে স্পষ্ট। তবুও নায়িকা ভালবেসেছেন তাঁর শরীরকে। দূরে সরিয়ে দিয়েছেন যাবতীয় ট্রোলিং। ব্যস্ত রুটিনে তাঁদের এই ট্যুর যেন একগুচ্ছ খেয়ালি বাতাস। মালদ্বীপের বিচে কখনও গা এলিয়ে দেওয়া আবার কখনও বা প্রাণভরে প্রকৃতিকে কাছে টেনে নেওয়া- ইনস্টা খাতার পাতায় রোজই ফুটে উঠছে একের পর এক ছবি। স্টাইল স্টেটমেন্টে ছোট্ট ইউভানও কম যায় না। গরমের দেশে সে পরেছে সাদা কুর্তা। বাবা রাজের ইনস্টায় ছবিতে হাজির সে।
View this post on Instagram
কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী। শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হওয়া, নিজেও অসুস্থ ছিলেন কিছুদিন। ইউভানকে বড় করে তোলার গুরু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজেও ফিরেছেন। মা হওয়ার পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক। শুভশ্রীও তার ব্যতিক্রম নন। কিন্তু ক্যামেরার সামনে আসতেই এর আগেও তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়।
View this post on Instagram
সরাসরি কিছু না বললেও পরোক্ষে মালদ্বীপ থেকেই যেন তার জবাব দিয়েছেন নায়িকা। নায়িকার ফ্যাশন সেন্স যেন আরও একবার মনে করিয়ে দিয়েছে কনফিডেন্সই আসল। যে কোনও পোশাক, যিনি পরছেন তিনি কমফর্টেবল কি না, তিনি কী ভাবে ক্যারি করছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন, Durga Puja 2021: প্রি-পুজো আড্ডায় অরিন্দম, শাশ্বত, বিক্রম, ইমন…
আরও পড়ুন, Madhubani Goswami: ‘সে অনেক কাল আগের কথা, সেই দ্বাপর যুগের’, কোন স্মৃতি শেয়ার করলেন মধুবনী?