Riddhi-Ritwik: মিম, ইমোজির ভিড়ে যেন হারিয়ে না যায় চাকরিপ্রার্থীদের লড়াই, ফেসবুকে সরব অভিনেতা ঋদ্ধি-ঋত্বিক
ED Raids: ভার্চুয়াল মিডিয়ার সেইসব মিম আর ইমোজির ভিড়ে যেন কোনওভাবেই বাস্তবের আন্দোলনকারীদের লড়াইকে কেউ ভুলে না-যান, সেই কথা স্মরণ করিয়ে দিয়ে এবার ফেসবুকে সরব হলেন টলিউডের তরুণ প্রজন্মের দুই অন্য়তম প্রতিনিধি: ঋদ্ধি সেন ও ঋত্বিক চক্রবর্তী।

এ যেন বৈভব বনাম বিপ্লবের চিরন্তন লড়াই… যেন বিলাস আর বিদ্রোহের দীর্ঘকালীন দ্বন্দ্ব… একদিকে হন্যে হয়ে একের পর এক ‘কুবেরের ধন’ খুঁজে পাওয়ার রুদ্ধশ্বাস অভিযান, অন্য়দিকে রোদ-ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে শহরের রাস্তায় ৫০০ দিন পার করে ফেলা আন্দোলনকারীদের নাছোড় মনোভাব। টানটান ক্রাইম থিলারের চিত্রনাট্যকেও হার মানিয়ে-দেওয়া যে ঘটনাক্রম গত এক সপ্তাহে হতবাক করে দিয়েছে আট থেকে আশি সকলকে, সেই ‘রিয়েল লাইফ’ তদন্ত-অভিযানের নানাবিধ দিক, তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অগুণতি মিম, ইমোজি। ভার্চুয়াল মিডিয়ার সেইসব মিম আর ইমোজির ভিড়ে যেন কোনওভাবেই বাস্তবের আন্দোলনকারীদের লড়াইকে কেউ ভুলে না-যান, সেই কথা স্মরণ করিয়ে দিয়ে এবার ফেসবুকে সরব হলেন টলিউডের তরুণ প্রজন্মের দুই অন্য়তম প্রতিনিধি: ঋদ্ধি সেন ও ঋত্বিক চক্রবর্তী। ঘটনাচক্রে দু’জনেই অভিনয় করেছিলেন ‘নগরকীর্তন’ ছবিতে। প্রসঙ্গত এসএসসি-নিয়োগ দুর্নীতির ঘটনা এবং ইডির হাতে ধৃত রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ খুলেছিলেন যে অনুষ্ঠানের মঞ্চে, সেই বঙ্গভূষণ-বঙ্গবিভূষণ-মহানায়ক সম্মানকেও প্রকারান্তরে একহাত নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে আয়োজিত সেই অনুষ্ঠানের কথা উল্লেখ করে আন্দোলনকারীদের প্রতি কুর্নিশ জানিয়ে ঋদ্ধি লিখেছেন, ‘‘একদিকে চলতে থাকুক বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ আর মহানায়ক সম্মান। অন্যদিকে আরও ২০ কোটি উদ্ধার হয়েছে আরও একটা ফ্ল্যাটে। আবিষ্কার হবে আরও। বাড়বে আরও কিছু শূন্য। শুধু এর মাঝখানে রাস্তায় দিন রাত এক করে ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য আরও দুটো শূন্যে যোগ হল ৫’-এর সঙ্গে। তাঁদের, যাঁরা সৎভাবে স্বপ্ন দেখেছিল।’’ পার্থ-অর্পিতা এবং সামগ্রিকভাবে এসএসসি-দুর্নীতিতে তৈরি হয়েছে প্রচুর মিম। সকলের কাছে ঋদ্ধির আর্জি, ‘‘মীম আর সার্কাস্টিক ইমোজির ভিড়ে আমরা যেন হারিয়ে না যাই, এই ঘটনা কোনও হাসির বিষয় নয়।’’
মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ বান্ধবীর একাধিক বিলাসবহুল ফ্ল্যাট থেকে পাহাড়প্রমাণ অর্থ, সোনা-হীরের গয়না, একের পর এক বহুমূল্য মোবাইল ফোন বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে সব মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, তার মধ্যে অন্যতম সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির আইকনিক দৃশ্য: টাকার পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন উত্তমকুমার। ‘নগরকীর্তন’ ছবিতে ঋদ্ধির চরিত্রটির নাম ছিল পুঁটি। এই পুঁটির অনস্ক্রিন প্রেমিক মধু অর্থাৎ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ফেসবুকে লিখেছেন, ‘‘এত আমোদের মাঝে যেন ভুলে না যাই যোগ্যতায় যাঁদের শিক্ষক হওয়ার কথা ছিল, তাঁরা ধর্না মঞ্চে অবস্থানকরী পরিচয়ে ৫০০ দিন কাটিয়ে দিলেন।’’
ফেসবুকের ওয়াল স্ক্রোল করলে নতুন ৫০০, ২০০০ নোটের ছবি জ্বলজ্বল করছে। ঋদ্ধি-ঋত্বিকের পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিগুলিতে রয়েছে অসহায় আন্দোলনকারীদের হাতে-ধরা বেশ কিছু প্ল্যাকার্ড: ‘প্রতীক্ষার ৫০০তম দিন’, ‘বঞ্চনার ৫০০তম দিন’… ‘যন্ত্রণার ৫০০তম দিন’… ‘দিদি আপনি মুখ খুলুন’… সম্প্রতি মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগকে কেন্দ্র করে প্রমাণ সামনে আসে বেনিয়মের। আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অঙ্কিতাকে। সেই সঙ্গে চাকরি দেওয়া হয়েছে অঙ্কিতার প্য়ানেলে থাকা ববিতা সরকারকে। আন্দোলনকারীদের একজন বলেছেন, ‘‘একজন অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে পথে নেমেছিলাম। পরে দেখলাম, এরকম কয়েক হাজার অঙ্কিতা অধিকারী আছে। আর কয়েক হাজার ববিতা সরকার সুবিচারের জন্য অপেক্ষা করছে।’’
রোদ-ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে দিনের পর দিন ধরে লড়াই করছেন যাঁরা, সুবিচার পাননি তাঁদের অনেকেই। প্যানেলে কারও নাম থাকলেও মেলেনি চাকরি, কারও দাবি চাকরি দেওয়া হয়েছে কম নম্বর পাওয়া প্রার্থীকে। গতকাল, বুধবার নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে চলা সেই আন্দোলন পেরোল ৫০০ দিন। এবার তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসসি-র আন্দোলনকারীদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসতে চলেছেন বলে জানা গিয়েছে।





