ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য, তৃপ্তির বাবা-মা প্রশ্ন তুললেন তাই নিয়ে, কী ঘটেছে
অ্যানিম্যাল' ছবির পর থেকে চর্চায় রয়েছেন তৃপ্তি দিমরি। এই ছবির নায়ক রণবীর কাপুর। এক নায়িকা রশ্মিকা মান্দানা, আর অন্য নায়িকা তৃপ্তি। তৃপ্তি যখন এই চরিত্রটা করেছিলেন, তখন বোঝা যায়নি, তিনি বলিউডে এত চর্চিত নাম হয়ে উঠবেন। এর অন্যতম কারণ হলো, রণবীর কাপুরের সঙ্গে ছবিতে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য।

‘অ্যানিম্যাল’ ছবির পর থেকে চর্চায় রয়েছেন তৃপ্তি দিমরি। এই ছবির নায়ক রণবীর কাপুর। এক নায়িকা রশ্মিকা মান্দানা, আর অন্য নায়িকা তৃপ্তি। তৃপ্তি যখন এই চরিত্রটা করেছিলেন, তখন বোঝা যায়নি, তিনি বলিউডে এত চর্চিত নাম হয়ে উঠবেন। এর অন্যতম কারণ হলো, রণবীর কাপুরের সঙ্গে ছবিতে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য। সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ছবির পর তৃপ্তিকে পরের ছবিতেও কাস্ট করতে দ্বিধা করেননি, তাঁর পারফরম্যান্সের জন্যই।
সম্প্রতি একটা সাক্ষাত্কারে তৃপ্তিকে প্রশ্ন করা হয়েছে, এমন দৃশ্য করার জন্য তাঁর পরিচিত কেউ আপত্তি করেছিলেন কিনা। প্রথমে তৃপ্তি বলেন, পরিচিত কারও থেকে তিনি কোনও নেগেটিভ মন্তব্য পাননি। এরপর নায়িকাকে প্রশ্ন করা হয়, বাবা-মা আপত্তি করেননি? তাতে তৃপ্তি হেসে বলেন, ”বাবা-মায়ের আপত্তি ছিল। আমাকে প্রশ্ন করেছিল, ‘এই ছবিটা দেখতে কীভাবে আমাদের পাঠিয়ে দিলে?”’ মেয়ের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় দেখে বাবা-মা যে বেশ বিব্রত বোধ করেছেন, সেটা তৃপ্তির কথা থেকে বুঝে নিতে অসুবিধা হয় না।
তবে এই ছবি তৃপ্তিকে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিয়েছে। সদ্য মুক্তি পেয়েছে সিদ্ধান্ত চতুর্বেদী আর তৃপ্তি অভিনীত ‘ধড়ক টু’। সেই ছবি বক্স অফিসে কেমন ফল করে দেখার অপেক্ষা। তবে প্রেমের ছবি হিসাবে ‘সাইয়ারা’ এমন দাগ কেটেছে দর্শকদের মনে যে, সিদ্ধান্ত-তৃপ্তির নতুন ছবি সেই পর্যায়ে পৌঁছাবে কিনা, তা দেখার অপেক্ষা। পাশাপাশি সন্দীপের পরের ছবিতে তৃপ্তি কেমন কাজ করেন, তার দিকেও নজর থাকবে।
