ঋষি কাপুরের অবৈধ মেয়ে টুইঙ্কল? কোন সত্যি সামনে আনলেন লেখিকা-অভিনেত্রী
লেখিকা ও অভিনেত্রী টুইঙ্কল খান্না সম্প্রতি এক মজার, তবে অদ্ভুত গল্প শেয়ার করেছেন, যার কেন্দ্রে ছিলেন প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। এই গল্পটি একসময় অনলাইনে বিভ্রান্তি ও অপ্রত্যাশিত শিরোনাম তৈরি করেছিল। এই মজার ঘটনা প্রকাশ্যে আসে টুইঙ্কল ও কাজলের নতুন টক শো “টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল”-এর একটি পর্বে, যেখানে অতিথি হিসেবে ছিলেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান।

লেখিকা ও অভিনেত্রী টুইঙ্কল খান্না সম্প্রতি এক মজার, তবে অদ্ভুত গল্প শেয়ার করেছেন, যার কেন্দ্রে ছিলেন প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। এই গল্পটি একসময় অনলাইনে বিভ্রান্তি ও অপ্রত্যাশিত শিরোনাম তৈরি করেছিল। এই মজার ঘটনা প্রকাশ্যে আসে টুইঙ্কল ও কাজলের নতুন টক শো “টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল”-এর একটি পর্বে, যেখানে অতিথি হিসেবে ছিলেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। “আমার জন্মদিনে সবাই ভাবল, আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে!”, বলেন টুইঙ্কল। টুইঙ্কল এক হাস্যকর ঘটনার কথা শোনান, যেখানে তিনি জানান, কীভাবে ঋষি কাপুরের একটি জন্মদিনের টুইটকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ে যে তিনি নাকি ঋষি কাপুরের অবৈধ কন্যা!
ঘটনার সূত্রপাত একটি পুরোনো টুইট থেকে, যেখানে ঋষি কাপুর তাঁর মা ডিম্পল কাপাডিয়ার গর্ভাবস্থার সময়ের স্মৃতি রোমন্থন করে লেখেন, “তোমার মা যখন গর্ভবতী ছিলেন, তখন আমি তাঁর জন্য প্রেমের গান গাইতাম।” এই মন্তব্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়, অনেকে মনে করতে থাকেন যে টুইঙ্কল খান্না হয়তো ঋষি কাপুরের মেয়ে! টুইঙ্কল মজা করে বলেন, “আলিয়ার শ্বশুরের কারণে আমি প্রায় ‘কাপুর’ হয়ে যাচ্ছিলাম। আমার জন্মদিনে উনি খুব উদারভাবে লিখলেন, ‘তুমি তোমার মায়ের পেটে থাকাকালীন আমি তাঁর জন্য গান গাইতাম।’ এরপর সবাই ভাবল আমি নাকি ওঁর অবৈধ মেয়ে!”
এই ভুল বোঝাবুঝি এতটাই ছড়িয়ে পড়ে যে ঋষি কাপুর নিজেই টুইট করে বিষয়টি পরিষ্কার করতে বাধ্য হন। তিনি পরে লেখেন, “শুভ জন্মদিন, প্রিয় টুইঙ্কল! তুমি তখন তোমার মায়ের পেটে ছিলে, আর আমি ১৯৭৩ সালে ‘ববি’ ছবিতে তাঁর জন্য গান গাইছিলাম”।
এরপর আলিয়া ভাটের মুখ দেখে সবাই হাসে। শো চলাকালীন, যখন টুইঙ্কল এই গল্প শেয়ার করছিলেন, তখন আলিয়া ভাট একটু অস্বস্তিকর মুখভঙ্গি করেন। সেটা লক্ষ্ করে কাজল বলেন, “আলিয়া খুব অদ্ভুত মুখ করলো!” টুইঙ্কল হেসে জবাব দেন, ”ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল!”এ সময় বরুণ ধাওয়ান বলেন, “ও বুঝতে পারছে না কীভাবে রিঅ্যাক্ট করবে।”
