AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মধুবালাকে একা পেয়ে কাছে টানলেন দিলীপ কুমার! এরপরের ঘটনা কাঁপিয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রিকে

মধুবালাকে দেখলেই চোখ ছলছল করে উঠত তাঁর। কিছুতেই যেন প্রেমের এমন পরিণতি মানতে পারেননি তিনি। আর সেই ব্যথা থেকেই হয়তো এমন কাজ করে বসেছিলেন বলিউডের এই নায়ক, যা মৃত্যু পর্যন্ত তাঁকে তাড়া করে গিয়েছিল।

মধুবালাকে একা পেয়ে কাছে টানলেন দিলীপ কুমার! এরপরের ঘটনা কাঁপিয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রিকে
| Updated on: Sep 02, 2025 | 5:15 PM
Share

সদ্য় তখন মধুবালার সঙ্গে প্রেম ভেঙেছে দিলীপ কুমারের। মনের ক্ষতও তখনও তাজা। তবে মধুবালা সেই ব্যথা গোপন করতে পারলেও, দিলীপের চোখে,মুখে ধরা পড়ত। মধুবালাকে দেখলেই চোখ ছলছল করে উঠত তাঁর। কিছুতেই যেন প্রেমের এমন পরিণতি মানতে পারেননি তিনি। আর সেই ব্যথা থেকেই হয়তো এমন কাজ করে বসেছিলেন বলিউডের এই নায়ক, যা মৃত্যু পর্যন্ত তাঁকে তাড়া করে গিয়েছিল।

পরিচালক কে আফিসের ছবি মুঘল-এ-আজমের তখন শুটিং চলছে। ক্য়ামেরা অন হওয়ার আগে হঠাৎই ফ্লোরে ঢুকে মধুবালার খোঁজ করলেন দিলীপ। জানতে পারলেন, মধুবালা রয়েছেন মেকআপ রুমে। কাউকে কিছু না বলে, সোজা মধুবালার মেকআপ রুমে ঢুকে গেলেন। আয়নার সামনে তখন বসে রয়েছেন মধুবালা। নায়িকার কাছে যেতেই হাত ধরলেন দিলীপ। চমকে উঠলেন মধুবালা। অনেক কষ্টে হাত ছাড়ালেন। কড়া চোখে তাকালেন দিলীপের দিকে। দিলীপ তখন বলেই ফেললেন, এমনটা করতে পারলে! কোনও অনুভূতি নেই। শোনা যায়, এর উত্তরে কিচ্ছু বলেননি মধুবালা। সোজা চলে আসেন ফ্লোরে। তারপরই ঘটে সেই ঘটনা, যা কাঁপিয়ে দিয়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে।

ক্যামেরা চলছে। দৃশ্য অনুযায়ী, সেলিম-আনারকালিকে চড় মারবে। সাধারণত, শুটিংয়ের সময় এই চড় একেবারেই অভিনয়ের খাতিরে হালকা করে গালে মারা হয়। কিন্তু দিলীপ তেমনটি করলেন না। বরং নিলেন বদলা। ক্য়ামেরা চালু হতেই মধুবালার গালে ঠাসিয়ে চড় মারলেন! সারা ফ্লোর শুনতে পেল সেই চড়ের আওয়াজ। কেঁপে উঠলেন মধুবালা। মধুবালার গাল বেয়ে তখন জল ঝরে পড়ছে। শোনা যায়, জীবনের শেষ দিন পর্যন্ত এই ঘটনার জন্য নিজেকে মাফ করতে পারেননি দিলীপ।

তথ্যসূত্র- I Want To Live: The Story Of Madhubala