AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আত্মহত্যার চেষ্টা রবিনা ট্যান্ডনের! অক্ষয় ছেড়ে দেওয়ায় কী ঘটিয়েছিলেন অভিনেত্রী?

রাতারাতি ফ্যান বেড়ে তিনগুণ। কিন্তু সেই গানে রবিনার ভেজা শরীর দেখেছেন, অনেকে। অক্ষয়ের উন্মাদ প্রেমও দেখেছেন। কিন্তু দুজনের হৃদয় জুড়ে যে বেদনার চোরাস্রোত বয়ে যাচ্ছিল, তা কজনই বা টের পেয়েছিল। কিন্তু এর পরই ঘটল বলিউড কাঁপানো এক ঘটনা। যা কিনা আজও নাড়া দিয়ে যায় রবিনাকে।

আত্মহত্যার চেষ্টা রবিনা ট্যান্ডনের! অক্ষয় ছেড়ে দেওয়ায় কী ঘটিয়েছিলেন অভিনেত্রী?
| Updated on: Sep 15, 2025 | 7:43 PM
Share

মোহরার সেই বৃষ্টিতে ভেজা অক্ষয়-রবিনার প্রেমের সাক্ষী বহু সিনেপ্রমীরা। টিপ টিপ বরষা পানি গানটি তো সেই সময় রেকর্ড তৈরি করেছিল। ভেজা হলুদ শাড়িতে রবিনার উচ্ছ্বল যৌবনে কাত হয়েছিল পুরুষমহল। রাতারাতি ফ্যান বেড়ে তিনগুণ। কিন্তু সেই গানে রবিনার ভেজা শরীর দেখেছেন, অনেকে। অক্ষয়ের উন্মাদ প্রেমও দেখেছেন। কিন্তু দুজনের হৃদয় জুড়ে যে বেদনার চোরাস্রোত বয়ে যাচ্ছিল, তা কজনই বা টের পেয়েছিল। কিন্তু এর পরই ঘটল বলিউড কাঁপানো এক ঘটনা। যা কিনা আজও নাড়া দিয়ে যায় রবিনাকে।

সময়টা নয়ের দশক। অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন তখন প্রেমেমত্ত। তাঁদের প্রেম গোটা বলিউডের গুঞ্জনপাড়ায় সুপারহিট। এমনকী, খিলাড়িও কা খিলাড়ি ছবির সময় যখন রেখা নজর গেল অক্ষয়ের দিকে। তখনও রেখাকে অক্ষয়ের থেকে দূরে থাকতে বলেছিলেন রবিনা। অক্ষয়কে তো চোখে হারাতেন সেই সময়। কিন্তু হঠাৎই অক্ষয় ও রবিনার প্রেমে লাগল কুনজর। রাতারাতি প্রায় রবিনার সঙ্গে ব্রেকআপ করলেন অক্ষয়।

শোনা যায়, এরপরই নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রবিনা। বেশ কিছুদিন ভর্তিও ছিলেন হাসপাতালে। তবে এই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন রবিনা। তাঁর কথায়, আত্মহত্যা নয়, বরং ডায়েরিয়া হয়েছিল তাঁর। তবে রবিনার ঘনিষ্ঠরা কিন্তু এই আত্মহত্যার খবরকেই সিলমোহর দিয়েছেন।