শতবর্ষে অনলাইনে সপ্তাহব্যাপী সত্যজিৎ স্মরণে টিম জুনিয়র ‘সন্দেশ’
রায় পরিবার সন্দীপ রায়ের সম্পাদনায় ‘সন্দেশ’ পত্রিকা বিভিন্ন সংখ্যা জুড়ে সত্যজিৎ রায়ের ১০০ বছর উদযাপন করছে। উপদেষ্টা সন্দীপ রায়ের নেতৃত্বে ও সৌরদীপ বন্দ্যোপাধ্যায়, অয়ন চট্টোপাধ্যায় ও সৌম্যকান্তি দত্ত-র সম্পাদনায় ‘বিচিত্রপত্র’ পত্রিকা একটি বৃহৎ সত্যজিৎ ১০০ সংখ্যা প্রকাশ করেছে।
ইতিমধ্যে ‘বিচিত্রপত্র’ তাদের ‘সত্যজিৎ ১০০’ বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। মে-জুলাই ২০২১ এর এই সংখ্যায় বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে সত্যজিতের ‘সোনার কেল্লা’র সম্পূর্ণ চিত্রনাট্য এবং ওই ছবির ফিল্ম বুকলেট। এছাড়াও থাকছে সত্যজিৎ রায়ের অপ্রকাশিত লেখা, অপ্রকাশিত চিঠি, সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার, স্মৃতিচারণা, বিশ্লেষণ ও সত্যজিতের সংস্পর্শে আশা গুণীজনদের কলাম।
সন্দেশীদের মতে, “বাঙালীর অন্যতম আইকন সত্যজিৎ রায়ের এ বছর জন্মশতবর্ষপূর্তি—কত ভাবে আজ তাঁর জন্মশতবার্ষিকী উদযাপনের কথা ছিল! কিন্তু, আমাদের দুর্ভাগ্য, বর্তমান দেশের অবস্থা, মহামারি, দেশের রাজনৈতিক অবস্থা সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি! যেখানে সত্যজিৎ শতবর্ষ ব্রাত্য থাকছে নির্দ্বিধায়। প্রায় কোনও ভাবেই কোনওরকম উদযাপন চোখে পড়ছে না। কিন্তু, আমরা যারা ‘সন্দেশ’ ও ‘বিচিত্রপত্র’ পত্রিকার সঙ্গে যুক্ত, তাদের পক্ষে হাত-পা গুটিয়ে বসে থাকা কার্যত অসম্ভব। ‘সন্দেশ’ সম্পাদক ও ‘বিচিত্রপত্র’-র উপদেষ্টা সন্দীপ রায়ের নেতৃত্বে আমরা আয়োজন করছি এক সপ্তাহব্যাপী সত্যজিৎ সভা, অবশ্যই অনলাইনে। গত ২ মে থেকে শুরু হয়েছে, চলবে আগামী ৯ মে পর্যন্ত।’’
সন্দীপ রায় বলেছেন, “বাবার শতবর্ষে কিছু না-কিছু হবেই। চুপচাপ বসে থাকা যায় নাকি? কাজেই আমরা আয়োজন করলাম এই একসপ্তাহব্যাপী সভার। প্রত্যেকদিন বাবার বিভিন্ন কাজের দিক নিয়ে আলোচনা করছেন বিশিষ্ট মানুষেরা। অনুষ্ঠানগুলোর সামগ্রিক পরিচালনা ও সঞ্চালনা করছেন আমাদের ‘সন্দেশ’ ও ‘বিচিত্রপত্র’-র জুনিয়ার গ্রুপ— একদল তরুণ ছেলে। ইতিমধ্যেই আমরা যে সাড়া পেয়েছি—তাতে অভিভূত!’’
এ ছাড়াও রায় পরিবার সন্দীপ রায়ের সম্পাদনায় ‘সন্দেশ’ পত্রিকা বিভিন্ন সংখ্যা জুড়ে সত্যজিৎ রায়ের ১০০ বছর উদযাপন করছে। উপদেষ্টা সন্দীপ রায়ের নেতৃত্বে ও সৌরদীপ বন্দ্যোপাধ্যায়, অয়ন চট্টোপাধ্যায় ও সৌম্যকান্তি দত্ত-র সম্পাদনায় ‘বিচিত্রপত্র’ পত্রিকা একটি বৃহৎ সত্যজিৎ ১০০ সংখ্যা প্রকাশ করেছে। সত্যজিতের এক গুচ্ছ অপ্রকাশিত চিঠি, লেখা, প্রবন্ধ, গান, ছবি, সোনার কেল্লা ছবির সম্পূর্ণ চিত্রনাট্য সহ একাধিক বিশিষ্ট জনের সত্যজিৎ সম্পর্কিত প্রবন্ধে ঠাসা বিচিত্রপত্র-র সত্যজিৎ ১০০ সংখ্যাটি পাঠকমহলে চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছে।
এক সপ্তাহব্যাপী সত্যজিৎ সভার সূচি:
২ মে, রোববার
সত্যজিৎ রায়ের সাহিত্যে চরিত্ররা:
বক্তা : প্রসেনজিৎ দাশগুপ্ত, দীপ ঘোষ। সঞ্চালনা: ঋদ্ধি গোস্বামী।
৩ মে, সোমবার
রায় পরিবার ও সত্যজিৎ
বক্তা: প্রসাদরঞ্জন রায়, শুভেন্দু দাশমুন্সী। সঞ্চালনা: অয়ন চট্টোপাধ্যায়
৪ মে, মঙ্গলবার
চিত্রশিল্পী সত্যজিৎ
বক্তা: দেবাশীষ দেব, সুশোভন অধিকারী, দেবরাজ গোস্বামী। সঞ্চালনা: অয়ন চট্টোপাধ্যায়
৫ মে, বুধবার
সন্দেশী সত্যজিৎ
বক্তা: রাহুল মজুমদার, শিবশঙ্কর ভট্টাচার্য, দেবাশিস সেন। সঞ্চালনা: অয়ন চট্টোপাধ্যায় ও সৌম্যকান্তি দত্ত
৬ মে, বৃহস্পতিবার
পারিবারিক ও ব্যাক্তিগত স্মৃতিচারণায় সত্যজিৎ ও সৌমিত্র
বক্তা: পৌলমী বসু, শ্রমণা গুহঠাকুরতা (চক্রবর্তী)। সঞ্চালনা: স্যমন্তক চট্টোপাধ্যায় ও সৌম্যকান্তি দত্ত।
৭ মে, শুক্রবার
সত্যজিৎ রায়ের চলচ্চিত্র
বক্তা: গৌতম ঘোষ, পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। সঞ্চালনা: শঙ্করলাল ভট্টাচার্য
৮ মে, শনিবার
রবীন্দ্রনাথ ও সত্যজিৎ
বক্তা: পীতম সেনগুপ্ত, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্চালনা: সৌম্যকান্তি দত্ত
৯ মে, রোববার
সত্যজিৎ রায়ের ছবিতে ছেলেবেলা ও নতুন প্রজন্মের চোখে সত্যজিৎ
বক্তা: সৌকর্য্য ঘোষাল ও অন্যান্যরা
সন্দেশ ও বিচিত্রপত্র-র তরফে সৌম্যকান্তি দত্ত বলেছেন, “অনলাইনে অনুষ্ঠান নিয়ে আমরা প্রথমে চিন্তিত ছিলাম। কতজন মানুষ আগ্রহ দেখাবেন, এই ভেবে। কিন্তু আশ্চর্যজনক ভাবে যেরকম সাড়া পাচ্ছি, তা খুবই আনন্দের। আমরা আগামী বছর ১ মে পর্যন্ত ত্রৈমাসিক পত্রিকা বিচিত্রপত্র-র আগামী চারটি সংখ্যা জুড়ে সত্যজিৎ ১০০ পালন করব— একথা জোর গলায় বলতে পারি!”