রক্ত দান করলেন শ্রীলেখা মিত্র, কোনও রাজনৈতিক রঙ না দেখে রক্তদানের অনুরোধও জানালেন তিনি
বুধবার রক্তদান শিবিরের আয়োজন করেছিল সৌরভ পালোধির নাট্যদল ‘ইচ্ছেমত’। সৌরভ পালোধি নিজেও বামপন্থীঘেঁষা। এই রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, রাহুল এবং শ্রীলেখা মিত্র।
করোনা পরিস্থিতি সারা দেশে উদ্বেগজনক। হু হু করে বাড়ছে সংক্রমণ। আক্রান্তদের সংখ্যা দৈনিক বাড়ছে। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের ঘাটতি দেখা দিয়ে দিয়েছে।রক্ত পাওয়া যাচ্ছে না। মৃত্যুর হারও ক্রমশ বাড়ছে। টলি তারকাদের অনেকেই এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন। সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী,ঋতব্রত মুখোপাধ্যায় এবং আরও অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ অক্সিজেন যোগানের দায়িত্ব নিয়েছেন। কেউ আক্রান্তদের খাবার পৌঁছে দিচ্ছেন। কেউ অনবরত নিজের সোশ্যাল মিডিয়ার ওয়ালে করোনা চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে চলেছেন। পিছিয়ে নেই শ্রীলেখা মিত্রও। তিনিও তাঁর সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
View this post on Instagram
শ্রীলেখা মিত্র মনে-প্রাণে বামপন্থী। করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার্সদের সক্রিয় অংশগ্রহণে তিনি অত্যন্ত খুশি। তিনি নিজেও সাহায্য করছেন রেড ভলেন্টিয়ার্সদের। অক্সিজেন, হাসপাতালের বেড যখন যেমন প্রয়োজন হচ্ছে, সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। সদ্য আরও একধাপ এগিয়ে এলেন শ্রীলেখা। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের জন্য তিনি রক্ত দান করলেন। এবং কোনও রাজনৈতিক রঙ না দেখে রক্তদানের অনুরোধও জানালেন তিনি। নিজের রক্তদানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি।
আরও পড়ুন:আইসোলেশনের ১৭দিন পূর্ণ, এখন কেমন আছেন শুভশ্রী?
বুধবার রক্তদান শিবিরের আয়োজন করেছিল সৌরভ পালোধির নাট্যদল ‘ইচ্ছেমত’। সৌরভ পালোধি নিজেও বামপন্থীঘেঁষা। এই রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, রাহুল এবং শ্রীলেখা মিত্র। শ্রীলেখা জানিয়েছেন তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেও তাঁর চিকিৎসক তাঁকে রক্তদানের অনুমতি দিয়েছেন। তাই তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের জন্য তিনি রক্ত দান করলেন। রক্তদান করতে এসে তিনি বলেন, “আমি এত উদার হয়ে যায়নি যে দল জিতেছে তাদের অভিনন্দন জানাব। কিন্তু যে অরাজকতা, হিংসা শুরু হয়েছে তা এখুনিই বন্ধ হওয়া প্রয়োজন। চারপাশে এখন যে হাহাকার শুরু হয়েছে, হাসপাতালে বেড নেই,রক্ত নেই, অক্সিজেন নেই, সবাইকে এগিয়ে আসতে হবে।যাদের কোনও শারীরীক অসুবিধা নেই,তারা অনায়াসেই রক্ত দিতে পারেন। আপনারা সবাই এগিয়ে আসুন। শেষে বলব, আমরা বামপন্থীরা বিধানসভায় একটা আসন না পেলেও আমাদের কাজ কিন্তু থামবে না। আমরা আমাদের কাজ এইভাবেই করে যাব।”