আবার বেঙ্গল টপার ‘পরিণীতা’, দারুণ ফল ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের
বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে 'পরিণীতা' ৬.৫ পেল। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। এবার দ্বিতীয় ‘পরশুরাম’। ৫.৯ রেটিং পেয়েছে। ১৩বার একটানা বেঙ্গল টপার হয়েছিল 'পরিণীতা'। তারপর কিছুদিন 'পরশুরাম'-এর কাছে হার মানতে হয়েছিল এই ধারাবাহিককে। কিন্তু এবার নতুন মোড়। আবার 'পরিণীতা' এক নম্বর জায়গায়। তৃতীয় স্থানে আছে ‘জগদ্ধাত্রী’। লক্ষণীয় এই ধারাবাহিকের ১০০০ পর্ব সম্পূর্ণ হয়েছে। ৫.৮ রেটিং সেই ধারাবাহিকের।

বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘পরিণীতা’ ৬.৫ পেল। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। এবার দ্বিতীয় ‘পরশুরাম’। ৫.৯ রেটিং পেয়েছে। ১৩বার একটানা বেঙ্গল টপার হয়েছিল ‘পরিণীতা’। তারপর কিছুদিন ‘পরশুরাম’-এর কাছে হার মানতে হয়েছিল এই ধারাবাহিককে। কিন্তু এবার নতুন মোড়। আবার ‘পরিণীতা’ এক নম্বর জায়গায়। তৃতীয় স্থানে আছে ‘জগদ্ধাত্রী’। লক্ষণীয় এই ধারাবাহিকের ১০০০ পর্ব সম্পূর্ণ হয়েছে। ৫.৮ রেটিং সেই ধারাবাহিকের।
একই সঙ্গে তৃতীয় স্থানে আছে ‘ফুলকি’ আর ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। চতুর্থ স্থানেও এমন লড়াই জমেছে, যা দেখার মতো। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘দাদামণি’ আর ‘রাঙামতী তিরন্দাজ’ ৫.৭ রেটিং পেয়েছে। তাক লাগিয়ে দিল ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকটি। ৫.৬ রেটিং পেয়ে সেটি খুব দ্রুত প্রথম পাঁচ চলে এলো। সদ্য দর্শকরা দেখতে শুরু করেছেন এই ধারাবাহিক।
‘কথা’ ধারাবাহিকের রেটিং ৪.৮। সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-র এই ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয় ছিল। তবে এবার বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকটা। অন্য ধারাবাহিকগুলোর মধ্যে ‘কুসুম’, ‘তুই আমার হিরো’, ‘চিরসখা’, ‘কনে দেখা আলো’ এগিয়ে রয়েছে। ‘ভোলে বাবা পার করেগা’, ‘কম্পাস’, ‘আনন্দী’, ‘শুভ বিবাহ’-র মতো ধারাবাহিক তুলনায় পিছিয়ে। সামনে দুই বিনোদন চ্যানেল মিলিয়ে পাঁচটা নতুন ধারাবাহিক আসবে। সেই কারণে রেটিং কম যে ধারাবাহিকের, সেগুলো বন্ধ করার কথা ভাবা হবে। কিছু ধারাবাহিক এক বছরের বেশি সময় ধরে দেখছেন দর্শকরা।
শোলাঙ্কি রায় আর গৌরব চট্টোপাধ্যায় জুটির একটা নতুন ধারাবাহিক আসছে স্টার জলসা চ্যানেলে। আবার সেই চ্যানেলে রণিতা দাস শুরু করছেন নতুন ধারাবাহিক। এসব নতুন ধারাবাহিক প্রথম পাঁচে কিছুটা পরিবর্তন আনতে পারে। এমনিতে দুর্গাপুজোর সপ্তাহে বাংলা ধারাবাহিক দেখার প্রবণতা কিছুটা কমে। কিছু দর্শক বড়পর্দায় সিনেমা দেখতে মেতে ওঠেন। আর শহরের বিভিন্ন মণ্ডপে ঘুরে প্রতিমা দেখার জন্য ভিড় জমান সকলে। তবে দুর্গাপুজোর ঠিক পরেই বাংলা ধারাবাহিক দেখার প্রবণতা আবার বাড়বে। বিভিন্ন ধারাবাহিকের মধ্যে প্রতিযোগিতাও হবে চূড়ান্ত পর্যায়ে।
