AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যাব কি যাব না’-র মতো হিট গান আবার নতুন করে তৈরি হলো এই দুর্গাপুজোতে

ইংল্যান্ড নিবাসী মধুছন্দা গঙ্গোপাধ্যায় শহর কলকাতায় এসে বানিয়ে ফেললেনতাঁর পুজো র গান। কলকাতায় বসে কাজ সারলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক -বাদ্যযন্ত্রী দেবজ্যোতি মিশ্র। নস্টালজিয়া ফেরালেন দু'জনে মিলে। আর.ডি.বর্মন ও আশা ভোঁসলে জুটির প্রথম বাংলা গান তথা বেসিক রেকর্ডের অন্যতম জনপ্রিয় গান 'যাব কি যাব না, ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না',গানটি নতুন মোড়কে পরিবেশন করলেন তাঁরা।

'যাব কি যাব না'-র মতো হিট গান আবার নতুন করে তৈরি হলো এই দুর্গাপুজোতে
| Edited By: | Updated on: Sep 24, 2025 | 3:46 PM
Share

ইংল্যান্ড নিবাসী মধুছন্দা গঙ্গোপাধ্যায় শহর কলকাতায় এসে বানিয়ে ফেললেনতাঁর পুজো র গান। কলকাতায় বসে কাজ সারলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক -বাদ্যযন্ত্রী দেবজ্যোতি মিশ্র। নস্টালজিয়া ফেরালেন দু’জনে মিলে। আর.ডি.বর্মন ও আশা ভোঁসলে জুটির প্রথম বাংলা গান তথা বেসিক রেকর্ডের অন্যতম জনপ্রিয় গান ‘যাব কি যাব না, ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না’,গানটি নতুন মোড়কে পরিবেশন করলেন তাঁরা। দেবজ্যোতি এবং মধুছন্দা ফিরে গেলেন সেই মাইকে বাজা ফেলে আসা পুজোর দিন গুলোয়। তখন এত থিমের পুজো না থাকায়, প্যান্ডেলে, প্যান্ডেলে পুজোর গানই বাজতো।

গানের নতুন সঙ্গীতায়োজনে ইন্টারলিউডে এসে জুড়েছে আরডি-র অন্যান্য বেশ কিছু জনপ্রিয় গানের সুর। পল্লব গায়েনের তৈরি মিউজিক ভিডিয়ো অনেকের নজর কাড়ছে। উপরি পাওনা গানের বুকলেট। এক সময় শারদ অর্ঘ্য প্রকাশিত হতো। আর ছায়াছবির বুকলেট। সেই নস্টালজিয়া ফিরিয়ে আনতে গানের বুকলেট প্রকাশ করলেন দেবজ্যোতি ও মধুছন্দা। তাতে আছে অরিজিনাল ৭৮ আরপিএম-এর সেই ১৯৭৮ এ প্রকাশিত রেকর্ড এর ছবি। রেকর্ডের নাম্বার, উল্টো পিঠের গানের রেকর্ড লেবেল, আরডি-আশা জুটির কিছু কম দেখতে পাওয়া ছবি, গানের কথা ( গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার), দেবজ্যোতি মিশ্র ও মধুছন্দা গঙ্গোপাধ্যায়ের এই গান নিয়ে কিছু কথা।

শিল্পী মধুছন্দা গঙ্গোপাধ্যায় বললেন, “গানটা খুব ছোটবেলায় পুজো প্যান্ডেলেই শোনা। শুনেই ভালো লেগে যায়। পরবর্তী সময়ে গানটা আরও ভালো করে বুঝতে পারি, তার প্রাণশক্তি, ছন্দ, সুন্দর সুর সব মিলিয়ে একটা ভালো লাগার স্মৃতি। কলেজের অনুষ্ঠানে আরডি-আশা জুটির গান গাইতাম। দেবুদা গানটা নতুন মোড়কে যখন আমায় শোনান ,আমার খুবই ভালো লাগে। অসাধারণ একটা ট্র্যাক উপহার দিয়েছেন দেবজ্যোতি মিশ্র। আমি নিজের মতো করে গেয়েছি।”

দেবজ্যোতি মিশ্র বললেন, “খুব অল্প বয়সে শোনা গান, তখনই মনে হয়েছিল এতে একটা নিষিদ্ধ ব্যাপার আছে। মাইকে গান বাজছে এটা যেমন শুনছি, কান দুটো খোলা আছে তাই শুনছি, কিন্তু ভিতর থেকে যেন একটা আড়াল করে শুনছি। আজ যখন রি-অ্যারেঞ্জ করলাম গানটাকে, মা-এর কথা মনে পড়ে গেল, তখন মা’র দিকে চোখ পড়লে চোখ সরিয়ে নিচ্ছি, তবে কান থেকে গান তো সরানো যায়নি”।