Aradhya-Abhishek: ‘আমি চাই আরাধ্যাও…’, পরিবার ও মেয়েকে নিয়ে কী বললেন অভিষেক
Bachchan Family: হাজারও ওঠাপড়ার মাঝে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। আজও লড়াই করে চলেছেন প্রতিটা মুহূর্তে। ভবিষ্যতে আরও ভাল কাজ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি।
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন তাঁর ২৫ বছর কাটিয়ে ফেললেন। হাজারও ওঠাপড়ার মাঝে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। আজও লড়াই করে চলেছেন প্রতিটা মুহূর্তে। ভবিষ্যতে আরও ভাল কাজ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, “২৫ বছর অনেক বড় সময়। তবে মনে হচ্ছে আমার কেরিয়ারের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ২০২৫ একটি ভাল সংখ্যা, যেন মাঝপথে দাঁড়িয়ে আছি।”
এদিন কেরিয়ারের পাশাপাশি পরিবার নিয়েও মুখ খোলেন অভিষেক। তিনি চান পরিবারের লেগেসি বহন করুক তাঁর কন্যা আরাধ্যা। তাঁকে নিয়েও আশাবাদী তিনি। মেয়ে নিয়ে অভিনেতা বলেন, “আমার যা কিছু অর্জন, সবই পরিবারের জন্য। আমার দাদু আমাদের নাম দিয়ে গেছেন, যা আমি সম্মানের সঙ্গে বহন করি। আমি চাই, আমার মেয়ে আরাধ্যাও এই নামকে সম্মান করে বড় হোক। আধ্যাত্মিকতা, জীবনের শান্তি ও ব্যালান্সের জন্যে খুব গুরুত্বপূর্ণ।”
২০০০ সালে রিফিউজি দিয়ে বলিউডে পা রাখেন অভিষেক। যদিও ছবিটি বক্স অফিসে খুব বেশি সফল হয়নি, তবে ২০০৪ সালের যুবা ছবিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়। সম্প্রতি অভিষেক I Want to Talk ছবিতে কাজ করেছেন। সামনে Housefull 5, Be Happy, এবং King সিনেমায় তাঁকে দেখা যাবে। অভিষেকের মতে, তাঁর কেরিয়ার এখনও শেষ হয়নি। বরং তিনি নতুনভাবে শুরু করার জন্য প্রস্তুত।