AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রজনীকান্ত আর শাহরুখের চেয়ে বাণিজ্যে এগিয়ে কোন নায়ক?

সুপারস্টার রজনীকান্তের ছবি 'কুলি' বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০০ কোটি টাকার ব্যবসা ছুঁয়েছে। এখনও পর্যন্ত এই সুপারস্টারের তিনটি ছবি ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। তবে এই তালিকার শীর্ষে রয়েছেন আরেকজন নায়ক। রজনীকান্ত কিংবা তিন খানের (সলমান খান, আমির খান ও শাহরুখ খান) কেউই এই তালিকার শীর্ষে নেই। সর্বাধিক সংখ্যক ৫০০ কোটির ব্যবসা করা ছবির সঙ্গে যুক্ত সুপারস্টার হলেন প্রভাস।

রজনীকান্ত আর শাহরুখের চেয়ে বাণিজ্যে এগিয়ে কোন নায়ক?
| Edited By: | Updated on: Sep 02, 2025 | 4:58 PM
Share

সুপারস্টার রজনীকান্তের ছবি ‘কুলি’ বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০০ কোটি টাকার ব্যবসা ছুঁয়েছে। এখনও পর্যন্ত এই সুপারস্টারের তিনটি ছবি ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। তবে এই তালিকার শীর্ষে রয়েছেন আরেকজন নায়ক। রজনীকান্ত কিংবা তিন খানের (সলমান খান, আমির খান ও শাহরুখ খান) কেউই এই তালিকার শীর্ষে নেই। সর্বাধিক সংখ্যক ৫০০ কোটির ব্যবসা করা ছবির সঙ্গে যুক্ত সুপারস্টার হলেন প্রভাস।

রজনীকান্তের ৫০০ কোটির ক্লাবে থাকা তিনটি ছবি হল ২.০, জেলার এবং কুলি। এই তালিকায় তিনি সলমান খান ও আমির খানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন — তাঁদের প্রত্যেকেরই তিনটি করে ছবি এই ক্লাবে রয়েছে। প্রভাস এই তালিকার শীর্ষে, কারণ তাঁর চারটি ছবি ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। প্রভাস প্রথম এই ক্লাবে প্রবেশ করেন এস.এস. রাজামৌলির বাহুবলী: দ্য বিগিনিং (৬৫০ কোটি টাকা) ছবির মাধ্যমে। এরপর তিনি আরও তিনটি ছবির মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেন। প্রভাসের বাহুবলী ২: দ্য কনক্লুশন (১,৭৮৮ কোটি), সালার (৬১৭ কোটি) এবং কল্কি ২৮৯৮ এ.ডি. (১,০৪২ কোটি) — এই তিনটি ছবিই বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০০ কোটি টাকা অতিক্রম করেছে।

উল্লেখযোগ্যভাবে, প্রভাস হলেন দুই সুপারস্টারের একজন, যাঁর দুটি ছবি ১,০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। অপরজন হলেন শাহরুখ খান। তাঁর জওয়ান ছবিটি ১,১৬০ কোটি এবং পাঠান ছবিটি ১,০৫৫ কোটির ব্যবসা করেছে। এই দুই ছবিই ৫০০ কোটির বেশি আয় করেছে, ফলে তিনি এই তালিকায় রণবীর কাপুর ও রানা দাগ্গুবতির সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন।