কেঁদে ভাসালেন আমির, পাঞ্জাবিতে চোখ মুছলেন, কী হয়েছে সুপারস্টারের?
মুক্তি পেয়েছে 'সিতারে জমিন পর' ছবিটা। তার আগে আমির খান বেশ কিছু সাক্ষাত্কার দিয়েছেন। সেখানে পরিবার সম্পর্কে একটা কথা বলতে গিয়ে আমির কেঁদে ফেললেন। চশমার ফাঁক দিয়ে চোখের জল গড়িয়ে পড়ল। নিজের পাঞ্জাবিতেই চোখের জল মোছার চেষ্টা করছিলেন আমির খান।

মুক্তি পেয়েছে ‘সিতারে জমিন পর’ ছবিটা। তার আগে আমির খান বেশ কিছু সাক্ষাত্কার দিয়েছেন। সেখানে পরিবার সম্পর্কে একটা কথা বলতে গিয়ে আমির কেঁদে ফেললেন। চশমার ফাঁক দিয়ে চোখের জল গড়িয়ে পড়ল। নিজের পাঞ্জাবিতেই চোখের জল মোছার চেষ্টা করছিলেন আমির খান। তাঁর বক্তব্য, ”তখন আমি ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং করছিলাম। মনে হলো, বাবা হিসাবে ব্যর্থ হয়েছি। আমার ছেলে-মেয়েকে একেবারেই সময় দিতে পারিনি। তখন সিদ্ধান্ত নিই আমি অভিনয় করা ছেড়ে দেবো।” এ কথা বলার সময়ে কষ্ট চেপে রাখতে পারেননি আমির খান। কাঁদতে না চাইলেও, তাঁর চোখের জল বাঁধ মানেনি। পরে অবশ্য আমির খানের ভাবনা যে ভুল, তা বলেন তাঁর পরিবারের মানুষরাই। ততক্ষণে ‘সিতারে জমিন পর’-এর পরিচালকের সঙ্গে তাঁর ছবি নিয়ে কথা এগিয়ে গিয়েছিল। একবার ভাবেন ছবিটা করবেন না। তারপর আবার পরিবারের সকলের কথা শুনে ভুল বুঝতে পারেন। তখন ছবিটা করার সিদ্ধান্ত নেন।
প্রথম স্ত্রীর সঙ্গে সুপারস্টারের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে তাঁর একজন ছেলে রয়েছে। দু’ বার বিয়ে ভাঙলেও, আমির তাঁর সন্তানদের সুন্দর করেই বড় করার চেষ্টা করছেন। গত শুক্রবার মুক্তি পেল ‘সিতারে জমিন পর’। এই ছবি অবশ্য দেশে প্রথম দিনে ১২ কোটির ব্যবসাও পেরোতে পারল না। আমির খানের ছবির ব্যবসার নিরিখে এটি ফ্লপ হতে চলেছে। এরপর আমির খান আর ক’ টা হিন্দি ছবি করবেন, তা দেখার অপেক্ষা রয়েছে।
