AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৩০০০ টাকার লোভে বাংলা শিখছিলেন অমিতাভ, নিজে ফাঁস করলেন সত্যিটা

সামনেই আসছে কেবিসি-র নতুন সিজন। সেখানে অমিতাভ বচ্চন আবারও প্রতিযোগীদের বিভিন্ন মজার প্রশ্নের মুখে ঠেলে দেবেন। নতুন সিজনে শাহেনশা সম্পর্কে কোন-কোন তথ্য উঠে আসবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সেখানে বাংলা ভাষা নিয়ে কী-কী বলবেন অমিতাভ, এবার তার দিকে নজর রাখতে হবে। 

৩০০০ টাকার লোভে বাংলা শিখছিলেন অমিতাভ, নিজে ফাঁস করলেন সত্যিটা
| Edited By: | Updated on: Jul 14, 2025 | 2:59 PM
Share

‘কেবিসি’-র আসরে প্রতিযোগীদের নানা রকম মজার প্রশ্ন করেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। আবার তিনি নিজের সম্পর্কেও এমন সব তথ্য দেন মাঝেমাঝেই, যা একেবারে মনে রেখে দেওয়ার মতো। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। অমিতাভ বচ্চনের উল্টোদিকে বসে থাকা একজনের প্রশ্ন ছিল, শাহেনশা কতটা ভালো বাংলা জানেন তা নিয়ে।

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমিতাভ বললেন, ”আমি যে খুব ভালো বাংলা জানি এরকম মোটেই নয়। আমার প্রথম চাকরি ছিল কলকাতায়। তখন বেঙ্গল চেম্বার অফ কমার্সে বাংলা শেখার ব্যবস্থা ছিল। ৩০০০ টাকা পাওয়া যেত বাংলা শেখার জন্য। আমি ৩০০০ টাকার লোভে সেখানে নাম নথিভুক্ত করেছিলাম। ৩০০০ টাকা তো নিয়ে নিয়েছিলাম, কিন্তু বাংলা শেখা হয়নি ঠিক করে।” পরবর্তীকালে অবশ্য পরিস্থিতি অন্যরকম হয়েছে। জয়া বচ্চনের সঙ্গে বিয়ের সূত্রেও অমিতাভ বচ্চনের বাংলার সঙ্গে যোগ তৈরি হয়েছে। এমনকী বাংলা গানও গেয়েছেন অমিতাভ। কলকাতা শহরে বহু ছবির প্রচারে এসেছেন তিনি। সাংবাদিকরা অনেক সময়ে তাঁকে বাংলায় এক-দুই লাইন কথা বলার জন্য অনুরোধ করেছেন। তখন নাকি গড়গড় করেই বাংলা বলেছিলেন অমিতাভ।

সামনেই আসছে কেবিসি-র নতুন সিজন। সেখানে অমিতাভ বচ্চন আবারও প্রতিযোগীদের বিভিন্ন মজার প্রশ্নের মুখে ঠেলে দেবেন। নতুন সিজনে শাহেনশা সম্পর্কে কোন-কোন তথ্য উঠে আসবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সেখানে বাংলা ভাষা নিয়ে কী-কী বলবেন অমিতাভ, এবার তার দিকে নজর রাখতে হবে।