‘নিজের সন্তান পৃথিবীর আলো দেখবে না?’ কেন চিন্তায় ডুবেছিলেন সম্রাট!
Tollywood Inside: এক রিয়ালিটি শো-য়ে সে কথাই শেয়ার করেছিলেন দু'জনে। সম্রাট জানিয়েছিলেন, তাঁদের বিয়ে মানেনি দুই পরিবারই। এক কামরার ছোট্ট ঘরে কাটত নিত্যদিন।

টেলিভিশনের জনপ্রিয় জুটি ময়না ও সম্রাট মুখোপাধ্যায়। দাম্পত্যের পার হয়েছে বহু বছর। রয়েছে যমজ সন্তানও। তবে দুই হাসিমুখের নেপথ্যে যে লুকিয়ে আছে এক দুঃসহ যন্ত্রণা তা ছিল অজানাই। একবার নয়, তিন-তিন গর্ভপাত করতে বাধ্য হন ময়না। এক রিয়ালিটি শো-য়ে সে কথাই শেয়ার করেছিলেন দু’জনে। সম্রাট জানিয়েছিলেন, তাঁদের বিয়ে মানেনি দুই পরিবারই। এক কামরার ছোট্ট ঘরে কাটত নিত্যদিন।
এমন সময়েই সন্তান আসার খবর পান তাঁরা। কিন্তু অর্থনৈতিক অবস্থা এমন ছিল যে সন্তান আনার মতো পরিস্থিতি ছিল না। সম্রাটের কথায়, “প্রথম বার যখন ও মা হতে চলে তখন আমাদের অর্থনৈতিক অবস্থা এমন ছিল যে বাচ্চা বড় করে তোলা আমাদের পক্ষে ছিল ভীষণ শক্ত এক কাজ। একটা ঘরে থাকছিলাম আমরা। বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিই।” ময়নার কথায়, “মনে হতো আমার জীবনে কি এটাই চলবে বারবার। নিজের সন্তান দেখতে পাব কি? কারণ আমি শুনেছিলাম বারবার এমনটা হলে হয়তো ভবিষ্যতে আমি নাও হতে পারি”।
যদিও সে সব অতীত। আজ দুই ছেলের বাবা-মা তাঁরা। সাগর ও সমুদ্রকে নিয়ে সংসার তাঁদের। তবে অতীত তাড়া করে বেড়ায় আজও। আজও মনে পড়ে অতীতের সেই সংগ্রামের কথা।





