Magnesium Foods: শরীরে যদি এই উপাদানের অভাব হয় তাহলে যাবতীয রোগ ঘাঁটি গাড়বে, রোজ এই ১০ খাবারেই লুকিয়ে মুক্তি
Health Tips: ব্রেকফাস্টে আমন্ড মিল্কের মধ্যে বিভিন্ন রকম বীজ আর কলা স্লাইস করে দিয়ে খান। এতে পেট ভরবে আর শরীরে ম্যাগনেশিয়ামের অভাবও পূরণ হবে। অন্য কোনও শারীরিক সমস্যা থাকবে না। যাঁরা ওজন কমাতে চাইছেন তাঁদের জন্যও খুব ভাল ব্রেকফাস্ট এটি, মাত্র ৫ মিনিটে বানিয়ে নেওয়া যায়
Most Read Stories