Cavities: দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? ঘরোয়া এই উপাচারেই পাবেন মুক্তি
Teeth Cavities: দাঁতের সমস্যায় সবচেয়ে ভাল হল রোজ দুবার করে ব্রাশ করা। সেই সঙ্গে যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে নুন-জলে কুলি করতে পারেন তাহলেও কিন্তু উপকার পাবেন
কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। দাঁতের ব্যথায় যে কতখানি কষ্ট হতে পারে তা যাঁরা ভুক্তভোগী তাঁরাই বোঝেন।
1 / 6
তাই ছোট থেকেই দিনের মধ্যে অন্তত দু বার ব্রাশ করা অভ্যাস করা খুব জরুরি। সকালে আর রাতে খাওয়ার পর দাঁত মাজতে পারলে খুবই ভাল। কোনও দিন আসবে না দাঁতের সমস্যা। হঠাৎ দাঁতে ব্যথা হলে প্রথমেই ওষুধ না খেয়ে মেনে চলুন ঘরোয়া এই সব টোটকা।
2 / 6
গরম জলে নুন ফেলে কুলি করুন বার বার। দাঁতের ব্যথা কমাতে এই টোটকার জুড়ি মেলা ভার। যে কোনও রকম ব্যাকটেরিয়া বা সংক্রমণজনিত সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।
3 / 6
হাইড্রোজেন পারঅক্সাইড দাঁতের সংক্রমণ রোধে ভাল কাজ করে। দাঁত বা মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়ার সমস্যায় খুবই ভাল এই পারঅক্সাইড। জলের সঙ্গে মিশিয়ে কুলি করুন, উপকার পাবেন।
4 / 6
খুব মাড়িতে ব্যথা করছে? আইস ব্যাগ চেপে রাখুন টানা ২০ মিনিট। ম্যাজিকের মত কাজ হবে। কিংবা জিপারের মধ্যে বরফ ভরে সুতির কাপড় জড়িয়ে প্রেস করুন। এতেও কিন্তু আরাম পাবেন।
5 / 6
প্রাচীন আয়ুর্বেদে রসুন ব্যবহার করা হত দাঁতের চিকিৎসায়। রসুন থেকে অনেক রকম ওষুধও তৈরি হয়েছে। মাড়ি ফুলে গেলে কিংবা ক্যাভিটি থাকলে রসুন থেঁতো করে নিয়ে ওর সঙ্গে নুন মিশিয়ে পেস্টের মত লাগান। তবে সব সময় ফ্রেশ রসুন ব্যবহার করতে হবে। এতেও কমবে দাঁতের সমস্যা।