Shani 2024: নতুন বছরে সবচেয়ে সাবধানে থাকুন এই ৫ রাশির জাতকরা! সাড়ে সাতি-ধাইয়ায় রোষে ছাড়খার হবেন কারা?
New Year 2024: জ্যোতিষীদের মতে, নতুন বছরে শনিদেব মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে থাকবেন। যার ফলে, মকর, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতিতে আক্রান্ত হবেন। মকর রাশিতে সাড়ে সাতি দশার তৃতীয় পর্ব , কুম্ভ রাশিতে দ্বিতীয় পর্ব ও মীন রাশিতে সাড়ে সাতির প্রথম পর্ব অবস্থায় চলবে। সাধারণত, শনির সাড়ে সাতি দশার সাত বছর স্থায়ী করে।
ডিসেম্বর পড়ার সঙ্গে সঙ্গেই আসন্ন বছরের দিন গোনা শুরু হয়ে যায়। আর মাত্র কয়েকটি দিন। তারপরই নতুন বছরের নতুন সূর্।ের আলো দেখবে গোটা বিশ্ব। নতুন বছর আসার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষের মনে একটি কৌতূহল জন্মায়, কেমন কাটবে সারা বছর। জ্যোতিষশাস্ত্র মতে, আগামী বছরে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করবে। শনির কোনও রাশি পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে। ২০২৩ সালের ১৭ জানুয়ারিতে কুম্ভ রাশিতে শনি প্রবেশ করেছিল। এই রাশিতে অবস্থান করবে ২০২৪ নয়, ২০২৫ সালের ২৯ল মার্চ পর্যন্ত অবস্থান করবে। শুধু তাই নয়, ২০২৪ সালে শনির সাড়ে সাতি দশা ও ধাইয়ার রোষে পড়বেন ৫ রাশির জাতক-জাতিকারা।
জ্যোতিষীদের মতে, নতুন বছরে শনিদেব মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে থাকবেন। যার ফলে, মকর, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতিতে আক্রান্ত হবেন। মকর রাশিতে সাড়ে সাতি দশার তৃতীয় পর্ব , কুম্ভ রাশিতে দ্বিতীয় পর্ব ও মীন রাশিতে সাড়ে সাতির প্রথম পর্ব অবস্থায় চলবে। সাধারণত, শনির সাড়ে সাতি দশার সাত বছর স্থায়ী করে। আসন্ন বছরে শনির ধাইয়ার প্রভাব পড়বে কর্কট ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর পড়বে বলে জানা গিয়েছে। নতুন বছরেও শনিদেবের কোপ থেকে রক্ষা পাবেন না এই রাশির জাতক-জাতিকারা। সাধারণত, শনির ধাইয়া স্থায়ী হয় আড়াই বছর। শনিরা সাড়ে সাতি দশা বা ধাইয়ার কোপে পড়লে সাবধানে গাড়ি চালানো উচিত, মিথ্যা কথা না বলা, প্রতারণা না করা, চুরি, মদ, জুয়া খেলা ইত্যাদি থেকে দূরে থাকা উচিত।
শনির সাড়ে সাতি দশা ও ধাইয়া থেকে বাঁচার উপায়
১. সাড়ে সাতি দশার কোপে পড়লে প্রতি শনিবার উপবাস করে শনি মহারাজের পূজা করা উচিত। তুষ্ট হলে শনিদেবের কৃপায় সাড়ে সাতি দশা ও ধাইয়ার অশুভ প্রভাব থেকে মুক্তি দিতে পারেন শনিদেব। জীবনের সমস্যা শেষ হতে পারে আপনার।
2. শনিদেবের আশীর্বাদ পেতে হলে শনি স্তোত্র পাঠ করা উচিত। সাড়ে সাতি ও ধাইয়াররোষে পড়লে প্রতিদিন এই স্তোত্রটি পাঠ করতে পারেন। প্রতিদিন করতে না পারলে শনিবার অবশ্যই করুন। কথিত আছে, শনিদেবকে খুশি করার জন্য রাজা দশরথ প্রথম শনি স্তোত্র পাঠ করেছিলেন।
3. সাড়ে সাতি দশা ও ধাইয়ার অশুভ প্রভাব এড়াতে শনিবার শনি মন্দিরে গিয়ে প্রদীপের ছায়া দান করুন। এর জন্য একটি স্টিল বা লোহার পাত্রে সরষের তেল ভরে শনিদেবকে ছায়া দেখাতে পারেন। সেই তেল ফেলবেন না, কোনও গরিব বা দুঃস্থকে দান করা উচিত।
4. শনিদেবের প্রিয় গাছ হল শমী গাছ। শনিবার শমী গাছকে সেবা করা উচিত। গাছের মূলে জল দিন ও সন্ধ্যের সময় গাছের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন। প্রতিদিন অন্তত ৩ বার শনির বীজ মন্ত্র ওম শম শনাইশ্চরায় নমঃ জপ করুন। প্রতিদিন করতে না পারলেও শনিবার অবশ্যই করুন।