Kuldeepak Rajyoga 2023: ৫০০ বছর পর গঠিত হচ্ছে কুলদীপ রাজযোগ, অফুরন্ত ধনসম্পত্তিতে ঢেকে যাবে এই ৩ রাশি
Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র তথ্য অনুসারে, দেবদেবীদের গুরু বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আগামী ৩১ ডিসেম্বর মার্গী হতে চলেছে। এই পরিস্থিতিতে দেবগুরু মেষ রাশিতে অবস্থান করে কুলদীপক রাজযোগ তৈরি হতে চলেছে। এই রাজযোগ প্রায় ৫০০ বছরের বেশি সময় ফের তৈরি হতে চলেছে।
বছরের শেষ ও শুরুতেই শুভ ও অশুভ গ্রহ-নক্ষত্রগুলি নিজ নিজ গতিবিধি বদলাতে শুরু করে। গঠিত হয় বিরল রাজযোগ। যার ফলে গোটা বছরের উপরই প্রভাব বিস্তার করে। গ্রহের রাশি পরিবর্তনের জেরে বহু শুভ ও অশুভ যোগ গঠিত হয়। প্রতিমাসেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে গ্রহগুলি এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন হতে থাকে। যার ফলে প্রতিটি রাশির জাতক-জাতিকার জীবনে এসে পড়ে নানা শুভ ও অশুভ প্রভাব। গোটা পৃথিবীর উপরও প্রভাব পড়ে।
জ্যোতিষশাস্ত্র তথ্য অনুসারে, দেবদেবীদের গুরু বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আগামী ৩১ ডিসেম্বর মার্গী হতে চলেছে। এই পরিস্থিতিতে দেবগুরু মেষ রাশিতে অবস্থান করে কুলদীপক রাজযোগ তৈরি হতে চলেছে। এই রাজযোগ প্রায় ৫০০ বছরের বেশি সময় ফের তৈরি হতে চলেছে। তাই এই সময়কাল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। এই রাজযোগের জেরে এই ৩ রাশির ভাগ্যে রয়েছে অফুরন্ত ধন-সম্পত্তি। নতুন বছরের আসবে অর্থবৃষ্টি। আয় বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত।
মেষ রাশি
কুলদীপক রাজযোগের জেরে এই রাশির জাতকরা দারুণ সুযোগ-সুবিধা পেতে পারেন। কারণ বৃহস্পতি গ্রহ শুধুমাত্র এই রাশিতে ঘোরাফেরা করবে। তাই ২০২৪ সালের শুরুতে ভাগ্য থাকবে সহায়। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। কর্মজীবনে পাবেন শুভ ফল। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। শুভ লাভ পাবেন প্রতি পদে পদে। দাম্পত্য জীবনে আসবে সুখের বন্যা। বৃহস্পতি রাশিচক্র থেকে নবম ও দ্বাদশ বাড়ির অধিপতি। এই রাশির জাতকরা ভাগ্যে আসবে সুখ-সমৃদ্ধি। পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন খুব সহজেই। এই সময় দেশে ও বিদেশে ভ্রমণ করতে পারেন পরিবার ও সঙ্গীকে নিয়ে।
কর্কট রাশি
এই রাশির জাতকদের জন্য কুলদীপক রাজযোগ অত্যন্ত উপকারী হচে চলেছে। এই রাশির জাতকদের জন্য কর্মজীবন ও ব্যবসার দিক থেকে শুভ হচে চলেছে। কারণ বৃহস্পতি গ্রহের রাশি বদলের জেরে কর্মজীবন হবে অপ্রত্যাশিত। পয়লা মে পর্যন্ত এই রাশির ঘরেই বসে থাকবেন। এই সময়ের মধ্যে আয়ের নতুন উৎস তৈরি হবে। ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা-পয়সা বাড়বে। পরিবারে সুখের পরিবেশ থাকবে। গুরু বৃহস্পতির কৃপায় আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে এই রাশির জাতকদের। জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। এই সময় পড়ুয়াদের জন্য সুখবর পেতে পারেন।
সিংহ রাশি
কুলদীপক রাজযোগের কারণে এই রাশির জাতক-জাতিকাদের সব পদক্ষেপেই সাফল্য আসতে চলেছে। কারণ একদিকে বৃহস্পতি গ্রহ তো রয়েছে, অন্যদিকে এই রাশির অধিপতি সূর্যের বন্ধু হল বৃহস্পতি। এছাড়াও, বৃহস্পতি গ্রহের রাশিপরিবর্তনের পর থেকে এই রাশির নবম ঘরে যাচ্ছে। এই সময়ে, ভাগ্য থাকবে এই রাশির সহায়। বিদেশ ভ্রমণের প্ল্যান করলে এই প্ল্যান সফল হবে এই সময়েই। গুরুদেবের কৃপায় আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই সময় রোজগার যেমন বাড়বে, তেমনি আর্থিক উন্নতি বাড়বে হু হু করে।