Zodiac Signs: অফিস সামলেও শ্বশুরবাড়ির মধ্যমনি এই ৪ রাশি! ম্য়াজিক জানেন কারা?
Horoscope in Bengali: জীবনের নতুন ইনিংস শুরু করার পরই শুরু হয় আসল যুদ্ধ। কারণ দুজন নয়, পরিবারের সকলের সঙ্গেই মানিয়ে নেওয়ার একটি পাঠ শুরু হয়। দুইপক্ষকে সন্তুষ্ট রেখে, হাসি মুখে সব মানিয়ে সুখে থাকার একটি প্রক্রিয়া শুরু হয়। কথায় আছে, এক জায়গায় হাঁড়ি-কড়াই থাকে, সেখানে ঠোকাঠুকি হবেই। আর সেই ঠোকাঠুকি কতটা জোড়ালো হবে, তা নির্ভর করে শ্বশুড়বাড়ির সদস্য ও নবদম্পত্তির মধ্যে।
অনেকে আছেন যারা বিয়ের পর সংসার, ঘরকন্নার কাজ করতে ভালবাসেন। অনেকে আবার নিজ প্রতিভায় কর্মক্ষেত্রে বাজিমাত করতে চান। বিশেষ করে বিয়ের পর জীবনের পরিভাষাই পাল্টে যায় মহিলাদের। সংসারের মায়াজালের জটিল অঙ্ক আবার অনেকে মাথাতেই ঢোকে না। শুধু মহিলা নয়, পুরুষদেরও ক্ষেত্রেও তাই। জীবনের নতুন ইনিংস শুরু করার পরই শুরু হয় আসল যুদ্ধ। কারণ দুজন নয়, পরিবারের সকলের সঙ্গেই মানিয়ে নেওয়ার একটি পাঠ শুরু হয়। দুইপক্ষকে সন্তুষ্ট রেখে, হাসি মুখে সব মানিয়ে সুখে থাকার একটি প্রক্রিয়া শুরু হয়। কথায় আছে, এক জায়গায় হাঁড়ি-কড়াই থাকে, সেখানে ঠোকাঠুকি হবেই। আর সেই ঠোকাঠুকি কতটা জোড়ালো হবে, তা নির্ভর করে শ্বশুড়বাড়ির সদস্য ও নবদম্পত্তির মধ্যে। ভারতীয়দের মধ্যে একটি বড় অংশ মনে করেন, পুত্রবধুর গুণেই সংসার হয় উজ্জ্বল। আবার তারই কৌশলে সংসার ভাঙে। আবার এমনও দেখা যায়, একই পরিবারে মা-মেয়ের মতই সব আবেগকে সঙ্গী করে দুরন্ত গতিতে সংসার করছেন পুত্রবধূ ও শ্বাশুড়ি। তাই বিয়ের আগেই জানুন কোন কোন রাশির জাতক-জাতিকারা শ্বশুড়বাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে সব সামলে রাখেন, শ্বশুড়বাড়ির সদস্যদের সঙ্গে অত্যন্ত সম্প্রীতি বজায় রাখেন, তা জেনে নিন এখানে …
তুলা রাশি
এই রাশির জাতক-জাতিকারা কূটনীতি ও সম্পর্কের মধ্যে পার্থক্য বজায় রাখতে পারেনয সব দিক সামলে চলার ক্ষমতা রয়েছে। দ্বন্দ্ব এড়িয়ে শ্বশুড়বাড়ির সঙ্গে বেশ মানিয়ে নিতে সক্ষম। এই রাশির জাতকদের বিশ্বাস, শ্বশুর-শাশুড়ির পরিবার হল একটি টিমের মত। একে অপরের সঙ্গে কথা বলে, সম্মান বজায় রেখে সংসারকে আগলে রেখে দেন। অনেকটা জাদুকরের মত সকলের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে ভালবাসেন। এই জাতক-জাতিকাদের রয়েছে একটি শক্তিশালী যোগাযোগ দক্ষতা। স্পষ্ট কথায় , পরিবারের সকলের কথা, অভিযোগ, সমস্য়া নিয়ে খুব সচেতন থাকেন। শান্তভাবে সব সমস্যার সমাধান করার চেষ্টা করেন। শ্বশুরবাড়ির পরম বন্ধু হিসেবেও এই রাশির জাতক-জাতিকারা বেশ জনপ্রিয়।
কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকারা ভীষণ পরিবারের কুনো। পরিবারকে ছাড়া এরাকিছু বোঝে না। শ্বশুড়বাড়ির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে এক মুহুর্তও সময় নেন না। অচেনাদের সঙ্গে অনায়াসে কথা বলতে এই রাশির জাতকরা বেশ পটু। নিজেদের প্রকাশ করার এক সুপার পাওয়ারও রয়েছে। অন্যদের কথা শুনতে আগ্রহী, সম্মানের সঙ্গে সমস্যার সমাধান করতেও সিদ্ধহস্ত। এই রাশির জাতক-জাতিকারা বিশ্বাস করেন, প্রত্যেকেরই মতামত ও অনুভূতি রয়েছে। তাদের সেই সম্মানটা দেওয়া উচিত। পরিবারের প্রতিটি সদস্যের প্রতি যত্নশীল, সহানুভূতিশীল থাকেন। সবকিছুর মধ্যেই আনন্দ খুঁজে পান তারা। শুধু তাই নয়, পরিবারের যে কোনও সমস্যারই সমাধানের সূত্র রয়েছে তাদের মধ্য়ে।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকারা আনুগত্য ও নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। সামঞ্জস্যপূর্ণ ও যত্নশীল হওয়ায় শ্বশুরবাড়ির সঙ্গে শক্তিশালী, স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে পারেন। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি ও পারিবারিক ঐক্যের প্রতি অঙ্গীকারবদ্ধ। শরীর ও মনের মধ্যে পজিটিভ শক্তি বজায় রাখতে পারেন। তাতে সম্পর্ক আরও দৃঢ় হয়। পজিটিভ দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিবারের সুর পরিবর্তন করতে সক্ষম। নিজ হাতে সংসার ঘোছাতে পারদর্শী।
মীন রাশি
এই রাশির সহানুভূতিশীল ও বোধ রয়েছে যথেষ্ট। শ্বশুড়বাড়ির লোকজন কেমন মানসিক স্তরের সঙ্গে যুক্ত তা বুঝে সংসার ধর্ম পালন করতে ভালবাসেন। অত্যন্ত বাস্তবিক ও খোলামনের প্রকৃতি হওয়ায় সবকিছুই জলের মতো পরিষ্কার করে ভাবতে পারেন। ফলে সব সমস্যাই খুব সহজে সমাধান করতে পারেন। নিজের কাজ, সংসারের কাজ সব গুছিয়ে সঠিক পথে পরিচালনা করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। শ্বশুরবাড়ির সকলের মধ্যমনি হয়ে থাকতে পছন্দ করেন এই রাশির জাতকরা। সকলের খেয়াল রাখার পাশাপাশি পরিবারে শান্তি বজায় রাখতে পারেন এরা।