Corona Update in India: ফের ৩০ হাজারের গণ্ডি ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা! মৃত্যু কমে ২৮২
Corona Update India: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯৯৩ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২৬ হাজার ৯৬৪।
নিউ দিল্লি: প্রায় দেড় বছর হতে চলল করোনায়(Corona) আক্রান্ত গোটা দেশ। কখনও বেশি কখনও বা কম হয়েছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। ওঠা নামা করছে করোনা সংক্রমণের গ্রাফ। একটানা তিনদিন আক্রান্তের সংখ্যা তিরিশ হাজারের নীচে থাকার পরে দৈনিক সংক্রমণ ফের তিরিশ হাজারের গণ্ডি ছাড়াল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯৯৩ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২৬ হাজার ৯৬৪। কয়েকদিন আগেও হু-হু কে বেড়ে গিয়েছিল সংক্রমণের গ্রাফ। এরপর কয়েকদিন সংখ্যাটা ৩০ হাজারের নীচে ছিল। পরে সংখ্যাটা আবার ৩০ হাজার ছাড়ায়। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ২৮ লাখ ১৫ হাজার ৭৩১ জন। গতকাল মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৪৯৮ জন।
করোনাকে হারিয়েকে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩১ হাজার ৯৯০ জন। তবে ওঠা-নামা করছে মৃত্যুর গ্রাফ। আজ এক ধাক্কায় মৃত্যু কমে ২৮২-এ দাঁড়িয়েছে। গতকালও মৃত্যুর সংখ্যা ছিল ৩০০।
তবে কেরলে হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর পরিসংখ্যানও। এই করণেই চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। এখনও আক্রান্তের নিরিখে দেশে প্রথম স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। নতুন করে সেখানে ১৯ হাজার ৬৭৫ জনের শরীরে সংক্রমণ মিলেছে। বিগত কয়েক দিনে আক্রান্তের নিরিখে তামিলনাড়ু দ্বিতীয় স্থানে থাকলেও তাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল এবার মহারাষ্ট্র। বাণিজ্য নগরীর রাজ্যে ক্রমশ বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৮ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানেও কিছুটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮২জনের শরীরে সংক্রমণের হদিশ মিলেছে। এখনও অবধি এই দুই রাজ্যে মৃত্যুর মোট সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৬৬৪ ও ৩৫ হাজার ৪০০ দাঁড়িয়েছে।
আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বিগত কয়েকদিন ধরে সাতশোর আশেপাশে ঘোরাঘুরি করছিল সংক্রমণের গ্রাফ। আজ সামান্য স্বস্তি দিয়ে তা কমে ৬০০ হল। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬৮৩জন। সরকারি তথ্য বলছে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৯১ জনের।
এদিকে, উত্তর প্রদেশের মতো বড় রাজ্যে কিন্তু সংক্রমণের রিপোর্ট অনেকটাই কম। গোটা রাজ্যে দৈনিক মোট আক্রান্ত হয়েছেন মাত্র ১৭ জন। বিগত এক সপ্তাহ ধরে এই রাজ্যে মৃতের সংখ্যা ৫০ এর নীচেই রয়েছে। তবে মোট মৃতের সংখ্য়া ২২ হাজারের আশে পাশেই ঘোরাঘুরি করছে। অন্যদিকে, রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ২৮ জন।
গত কয়েকদিন ধরে ভাবাচ্ছিল মিজ়োরামের সংক্রমণের গ্রাফ। তবে বিগত কয়েকদিন স্বস্তির খবর এখানে থাকলেও ফের বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১হাজার ২৯৪ জন।
এদিকে টিকাকরণের হার বাড়িয়ে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রেণে রাখার জারি চলছে দেশজুড়ে। গতকাল ৭১ লাখ ৩৮ হাজার ২০৫ জনকে টীকা দেওয়া হয়েছে। মোট ৮৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৪৯ জনকে টিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Babul Supriyo: স্পিকারের ‘না’, সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারলেন না বাবুল!