Madhya Pradesh: বদলা নেওয়ার ছক কষেছিল আগেই, ধর্ষণে বাধা দেওয়ায় তরুণীর চোখে অ্যাসিড ঢেলে দিল ২ যুবক!
2 Men Pour Acid in Woman's Eyes: অভিযুক্তরা জেরায় জানিয়েছে, তাদের পরিবারের সদস্য এক তরুণী সম্প্রতিই গ্রামের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যায়। ওই তরুণীর বন্ধু ছিল নির্যাতিতা, সেই কারণেই তাদের সন্দেহ হয়েছিল গোটা বিষয়টি হয়তো তাঁর জানা রয়েছে।
ভোপাল: ধর্ষণে বাধা দেওয়ায় তরুণীর চোখে অ্যাসিড জাতীয় কেমিক্যাল (Acid like Chemical) ঢেলে দিল দুই যুবক। নিজেদের পরিবারেরই এক সদস্যা গ্রামের এক ব্যক্তির সঙ্গে পালাতেই পরিবারের সন্দেহ হয়েছিল তাঁর বান্ধবীর উপর। বদলা নিতে রাতের অন্ধকারে ওই তরুণী ও তার দাদাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় গ্রামের পাশেই জঙ্গলে। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করার চেষ্টা করে তাঁরা।বাধা দিতেই তাঁর চোখে অ্যাসিড জাতীয় কিছু ঢেলে দেওয়া হয়।
নৃশংস এই ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশ(Madhya Pradesh)-র পান্না জেলায়। বারাহো গ্রামের ২০ বছরের ওই তরুণী ও তাঁর দাদাকে বুধবার রাতেই অপহরণ করে নিয়ে যায় গ্রামেরই দুই ব্যক্তি। সেখানে তরুণীর দাদাকে প্রচন্ড মারধর করা হয় এবং তরুণীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়। ওই তরুণী বাধা দিলেই তাঁর চোখে অ্যাসিড জাতীয় কিছু ঢেলে দেওয়া হয়। পরে তাদের নিয়ে গিয়ে গ্রামে ফেলে পালায় অভিযুক্ত দুই ব্যক্তি। পরে গ্রামবাসীদের মধ্যে গোটা বিষয়টি জানাজানি হতেই পুলিশে অভিযোগ জানানো হয়। মাত্র ৫ ঘণ্টার মধ্যেই ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।