নতুন গাড়ি কিনলে মিলতে পারে তুমুল ছাড়, বড় ঘোষণা কেন্দ্রের
নতুন এই নীতিতে (Scrappage Policy) ব্যক্তিগত গাড়ি ২০ বছর ও ব্যবসায়িক গাড়ি ১৫ বছর হলেই সেই গাড়ির ফিটনেস পরীক্ষা হবে।
নয়া দিল্লি: এ বারের বাজেটেই কেন্দ্র জানিয়েছিল পুরনো বাতিল সংক্রান্ত নীতির (Scrappage Policy ) কথা। অর্থবর্ষ ২০২১-২২ বাজেটে নির্মলা সীতারামন উল্লেখ করেছিলেন ‘স্ক্র্যাপেজ পলিসির।’ এ বার সেই সংক্রান্ত বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী। সংবাদ সংস্থা পিটিআইকে কেন্দ্রীয়মন্ত্রী নিতিন জানিয়েছেন, যদি ‘স্ক্র্যাপেজ পলিসি’ মেনে পুরনো গাড়ি বাতিল করে নতুন গাড়ি কেনা হয় তাহলে মিলবে ৫ শতাংশ ছাড়।
নতুন এই নীতিতে ব্যক্তিগত গাড়ি ২০ বছর ও ব্যবসায়িক গাড়ি ১৫ বছর হলেই সেই গাড়ির ফিটনেস পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলি হবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল অর্থাৎ পিপিপি মডেলে। এক্ষেত্রে রাজ্য সরকার ও বেসরকারি সংস্থাকেও সাহায্য করবে কেন্দ্র। এমনটাই জানিয়েছে কেন্দ্র।
নিতিন গডকরী বারবার স্ক্র্যাপেজ নীতিতে জোর দেওয়ার কথা বলেছেন। তাঁর মতে, এই নীতির মাধ্যমে ঘুরে দাঁড়াবে করোনা মহামারীর সময় ঝিমিয়ে পড়া অটমোবাইল শিল্প। নিতিন গডকরীর কথা অনুযায়ী, এই নীতির ফলে প্রায় ৩০ শতাংশ উন্নতি হবে অটমোবাইল শিল্পে। যার ফলে বছরে আগের থেকে ২ গুণেরও বেশি ব্যবসা বাড়বে এই শিল্পের ক্ষেত্রে।
আরও পড়ুন: গৃহঋণে তুমুল ছাড়, বিগত ১০ বছরের সর্বনিম্ন সুদ নিচ্ছে এই ব্যাঙ্ক