Heavy rain in Mumbai: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী, বাড়ি ভেঙে পড়ে মৃত ১
Heavy rain in Mumbai: মুম্বই এবং শহরতলিতে এদিন ভারী বৃষ্টি হয়। মাঝে মাঝে বৃষ্টি থামলেও বিভিন্ন জায়গায় জল জমে যায়। মুম্বইয়ে লোকাল ট্রেন পরিষেবা সামান্য ব্যাহত হচ্ছে। শহরতলির ট্রেনগুলি নির্ধারিত সময়ের ১৫-২০ মিনিট দেরিতে চলছে। আবার রাস্তায় জল জমে যাওয়ায় যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের।
মুম্বই: ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়ার একাংশ বৃষ্টিতে শনিবার বিপর্যস্ত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। লাল সতর্কতাও জারি করা হয়েছিল। মৌসম ভবনের সেই পূর্বাভাস সত্যি করে বৃষ্টিতে বিপর্যস্ত হল বাণিজ্য নগরী মুম্বই। আর এই বৃষ্টির মধ্যেই একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে মুম্বইয়ে মৃত্যু হল এক মহিলার।
মুম্বই এবং শহরতলিতে এদিন ভারী বৃষ্টি হয়। মাঝে মাঝে বৃষ্টি থামলেও বিভিন্ন জায়গায় জল জমে যায়। মুম্বইয়ে লোকাল ট্রেন পরিষেবা সামান্য ব্যাহত হচ্ছে। শহরতলির ট্রেনগুলি নির্ধারিত সময়ের ১৫-২০ মিনিট দেরিতে চলছে। আবার রাস্তায় জল জমে যাওয়ায় যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। গতকালও বৃষ্টি হয়েছিল মুম্বইয়ে। মধ্য মুম্বইয়ে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেখানে পূর্ব ও পশ্চিম মুম্বইয়ে যথাক্রমে ৫৭ মিমি এবং ৬৭ মিমি বৃষ্টি হয়েছিল। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নাগপুর জেলায় সব স্কুল বন্ধ রয়েছে।
আর এই ভারী বৃষ্টির মধ্যেই মুম্বইয়ে গ্রান্ট রোডে একটি বহুতলের বারান্দা ভেঙে পড়ে। চারতলা ওই বাড়িটির বারান্দা-সহ একাংশ ভেঙে পড়ায় কয়েকজন চাপা পড়েন। এক মহিলার মৃত্যু হয়। আরও তিনজন আহত হন। দুর্ঘটনার সময় ওই বহুতলে ৩৫-৪০ জন ছিলেন। তাঁদের নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই বহুতলের একাংশ এখনও বিপজ্জনকভাবে ঝুলছে।