Sachin Tendulkar-PM Modi: অপারেশন সিঁদুর সফল, প্রধানমন্ত্রীকে নিয়ে বড় বার্তা সচিন তেন্ডুলকরের
Sachin Tendulkar on Operation Sindoor: সংঘর্ষ বিরতির পরও পাকিস্তানের তরফে আক্রমণের চেষ্টায় ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর।

পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যা করেছিল জঙ্গিরা। পাকিস্তানের জঙ্গি সংগঠন এই হত্যালীলার দায় স্বীকার করেছিল। ভারত সরকার যে এই ঘটনার জবাব দেবে, এই নিয়ে কোনও প্রশ্নচিহ্ন ছিল না। অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে। সীমান্তে কোনওরকম অনুপ্রবেশের চেষ্টা দেখলেই কড়া ব্যবস্থা নেবে সেনা, তা পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংঘর্ষ বিরতির পরও পাকিস্তানের তরফে আক্রমণের চেষ্টা হয়েছে। বারবার তা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর। অপারেশন সিঁদুরের পরই সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন, আমরা এক টিম। একতাই শক্তি। সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই।
অপারেশন সিদুঁরের সাফল্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভারত তথা বিশ্ব ক্রিকেটের আইকন। ১৪০ কোটি ভারতবাসীর বিশ্বাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং সেনাকে কুর্নিশ জানিয়েছেন মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর। বর্ডারে যাঁরা লড়ছেন তাঁদের জন্যই ১৪০ কোটি ভারতবাসীতে নিশ্চিন্তে থাকতে পারেন, কৃতজ্ঞতা প্রকাশে ভোলেননি মাস্টারব্লাস্টার।
Operation Sindoor had a team of over 1.4 billion rising in unison. Strong resolve and measured restraint, Team India!
Remarkable teamwork across all levels led by tireless efforts of Hon. PM @narendramodi ji and his team and the three defence forces.
A special mention to the…
— Sachin Tendulkar (@sachin_rt) May 12, 2025





