Actor Vijay: পদপিষ্ট হয়ে ৩৯ জনের মৃত্যুর পরই ভয় পাচ্ছেন বিজয়, রাতারাতি ‘দুর্গ’ হল বাড়ি
Tamil Nadu Stampede: ৫১ বছর বয়সী অভিনেতা বিজয় নিজের রাজনৈতিক দল তৈরি করেছেন তামিলাগা ভেট্টরি কাজ়াগম (TVK)। আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়ার কথা তাঁর। সেই জন্যই এত মিটিং-মিছিল প্রচার হচ্ছে। গতকাল, শনিবার তামিলনাড়ুর কারুরে জনসভা চলাকালীনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কমপক্ষে ৩৯ জনের।

চেন্নাই: অভিনেতা-রাজনীতিক বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৩৯ জনের। আহত আরও কমপক্ষে ১০০ জন। এই ঘটনার পরই শোরগোল পড়ে গিয়েছে। জনগণের রোষের মুখে পড়তে হতে পারে, এই ভয়েই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বিজয়ের বাড়িতে।
সরকারি সূত্রে খবর, শনিবারের পদপিষ্টের ঘটনার পরই বিজয় কারুর থেকে চেন্নাইয়ে চলে আসেন বিজয়। তবে পদপিষ্টের ঘটনায় জনগণের রোষ তাঁর উপরে আছড়ে পড়তে পারে, এই আশঙ্কায় টিভিকে প্রধানের বাড়িতে আগেভাগেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।
৫১ বছর বয়সী অভিনেতা বিজয় নিজের রাজনৈতিক দল তৈরি করেছেন তামিলাগা ভেট্টরি কাজ়াগম (TVK)। আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়ার কথা তাঁর। সেই জন্যই এত মিটিং-মিছিল প্রচার হচ্ছে। গতকাল, শনিবার তামিলনাড়ুর কারুরে জনসভা চলাকালীনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কমপক্ষে ৩৯ জনের।
জানা গিয়েছে, প্রায় কয়েক ঘণ্টা দেরিতে সভায় এসেছিলেন বিজয়। সকাল ১০টা থেকেই তাঁকে দেখতে ভিড় জমছিল। সন্ধে ৭টার দিকে বিজয় যখন আসেন, তখন প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছিল। ভিড়ের চাপে গাড়ি এগোনোর সুযোগও ছিল না। এমনকী, বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন, তখন ভিড়ের চাপে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুল্যান্স উপস্থিত থাকলেও, তা পৌঁছতে পারছিল না কারণ এতটাই ভিড় ছিল।
গতকালের ঘটনার পর টিভিকে-র দুই নেতা এন আনন্দ ও সিটি নির্মল কুমারের নামে এফআইআর দায়ের হয়েছে প্রচারের নিয়মভঙ্গের কারণে।
