Stampede At Vijay’s Rally: ভিড়ে দমবন্ধ হয়ে যাচ্ছিল ওদের, দেখেছিলেন বিজয়ও, দুর্ঘটনার মুহূর্তে তিনি কী করছিলেন?
Tamil Nadu Stampede Update: শনিবার, ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে এক বিশাল মিছিল ও জনসভার আয়োজন করেছিল অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজ়াগম বা টিভিকে। বিজয়কে দেখতে, তাঁর কথা শুনতে ভিড় হবে, এ কথা সকলেরই জানা ছিল। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর বিজয় আসেন।

চেন্নাই: প্রিয় অভিনেতা, আবার পছন্দের নেতাও। থালাপতি বিজয়কে একবার সামনে থেকে দেখার জন্য নামল জনসমুদ্র। আর তাতেই ঘটল বিপত্তি। প্রচন্ড ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৩৮ জনের। হাসপাতালে ভর্তি বহু মানুষ। যখন তাঁকে দেখতে গিয়ে সকলে পদপিষ্ট হচ্ছিলেন, তখন থালাপতি বিজয় কী করছিলেন? সামনে এল সেই ভিডিয়ো।
শনিবার, ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে এক বিশাল মিছিল ও জনসভার আয়োজন করেছিল অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজ়াগম বা টিভিকে। বিজয়কে দেখতে, তাঁর কথা শুনতে ভিড় হবে, এ কথা সকলেরই জানা ছিল। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর বিজয় আসেন। ততক্ষণে মাত্রাতিরিক্ত ভিড় হয়ে গিয়েছে। বিজয় বলা শুরু করতেই ভিড় যেন আরও বাড়তে থাকে।
প্রচন্ড ভিড় ও গরমে অনেকেই অসুস্থবোধ করতে থাকেন। বিজয়ও বক্তব্য রাখার মাঝেই সেটা লক্ষ্য করেন। তাই বলা থামিয়ে তিনি জড়ো হওয়া জনতার দিকে জলের বোতল ছুড়ে দিতে থাকেন। একজন অসুস্থ হয়ে পড়েছেন দেখেই বিজয় চিৎকার করে বলেন, “কামিং, কামিং…অ্যাম্বুল্যান্স”।
VIDEO | TVK leader Vijay pauses speech in Karur, distributes water to people, arranges for ambulance for those in the crowd feeling suffocated.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/uCBNuilCBZ
— Press Trust of India (@PTI_News) September 27, 2025
তারপরও শেষরক্ষা হয়নি। ৮ শিশু সহ মোট ৩৮ জনের মৃত্যু হয় পদপিষ্ট হয়ে। হাসপাতালে ভর্তি কমপক্ষে ৪৬ জন। দুর্ঘটনায় একদিকে যেমন ভেঙে পড়েছেন বিজয়, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন।
