Army Helicopter Crash: অরুণাচলের দুর্গম পাহাড়ে ভেঙে পড়ল সেনা কপ্টার, চলছে তল্লাশি অভিযান
Army Helicopter Crash: দুর্ঘটনাগ্রস্থ হেলিকপ্টারটিতে কতজন উপস্থিত ছিলেন, তা এখনও জানা যায়নি।
ইটানগর: ফের দুর্ঘটনার মুখে সেনাবাহিনীর হেলিকপ্টার। অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল হেলিকপ্টার। জানা গিয়েছে, শুক্রবার সকালে সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট আর্মি হেলিকপ্টারটি অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভেঙে পড়ে। ওই কপ্টারে যারা উপস্থিত ছিলেন, তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ১০টা ৪০ মিনিট নাগাদ অরুণাচল প্রদেশের সিংগিং গ্রামের কাছে পাহাড়ে একটি সেনা হেলিকপ্টার ভেঙে পড়ে। লাইকাবলি থেকে রুটিন টহলে বেরিয়েছিল কপ্টারটি। আপার সিয়াং জেলায় অবস্থিত সেনাবাহিনীর সদর দফতর তুতিং থেকে ২৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। যে হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়েছে, তা সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার।
Itanagar, Arunachal Pradesh | A military chopper crashed near singging village, 25 kms away from the Tuting headquarters in the Upper Siang district today. Site of accident not connected by road, rescue team sent. Further details awaited: Defence PRO, Guwahati pic.twitter.com/G2y7aEjQmT
— ANI (@ANI) October 21, 2022
সংবাদসংস্থা এএনআই-কে সিয়াংয়ের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট জুম্মার বাসার বলেন,”যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে সড়কপথে পৌঁছনো সম্ভব নয়। তবে ইতিমধ্যে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও তল্লাশি ও উদ্ধারকাজে সাহায্য করছেন। বায়ুসেনার তরফেও উদ্ধারকাজে হাত লাগানো হচ্ছে।”
দুর্ঘটনাগ্রস্থ হেলিকপ্টারটিতে সেনাবাহিনীর জওয়ান উপস্থিত থাকলেও, মোট কতজন ছিলেন, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে টুইট করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। তিনি লেখেন, “অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারের দুর্ঘটনার খবর পেলাম। অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমার প্রার্থনা রইল।”
Received very disturbing news about Indian Army’s Advanced Light Helicopter crash in Upper Siang District in Arunachal Pradesh. My deepest prayers ? pic.twitter.com/MNdxtI7ZRq
— Kiren Rijiju (@KirenRijiju) October 21, 2022
এর আগে চলতি বছরের ৫ অক্টোবরও অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে। ওই কপ্টারে যে দুইজন পাইলট ছিলেন, তাদের উদ্ধার করে কাছের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।”