Delhi Election: ইটের বদলে পাটকেল! কেজরীর গাড়িতে হামলা, পাল্টা মার খেল বিজেপিও
Delhi Election: আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটপ্রচারে বেরিয়ে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নয়াদিল্লি বিধানসভার আপ প্রার্থী অরবিন্দ কেজরীবাল। আর তার প্রচারকাজ ঘিরেই চড়ল পারদ। সরগরম হল রাজনীতি।
নয়াদিল্লি: অভিযোগ, পাল্টা অভিযোগ। মার, পাল্টা মার। আপাতত নির্বাচনী দিল্লিতে পরিস্থিতি খানিকটা এরকমই। আপ দায় ঠেলছে বিজেপির দিকে। চুপ করে বসে থাকছে না পদ্ম শিবির। দায় ঠেলতে ব্যস্ত তারাও। ঘটনাটা ঠিক কী?
এদিন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল পাথর। ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করাল দিল্লির শাসকদল আম আদমি পার্টি। চুপ করে থাকল না পদ্ম শিবির। তাদের অভিযোগ, ভোট প্রচার করতে গিয়ে বিজেপির দুই কর্মীকে নাকি চাপাই দিয়ে দিচ্ছিলেন কেজরীবাল।
আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটপ্রচারে বেরিয়ে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নয়াদিল্লি বিধানসভার আপ প্রার্থী অরবিন্দ কেজরীবাল। আর তার প্রচারকাজ ঘিরেই চড়ল পারদ। সরগরম হল রাজনীতি। হঠাৎ কেজরীবালের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে পাথর। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। তবে আপ প্রধানের অক্ষত আছে বলেই খবর।
केजरीवाल जी पर जानलेवा हमला करने वाला निकला BJP के प्रवेश वर्मा का बेहद क़रीबी‼️
BJP वालों, तुम चाहे कितने भी जानलेवा हमले करवाओं लेकिन दिल्ली के बेटे केजरीवाल जी तुम्हारे इन गुंडों से डरने वाले नहीं हैं।
BJP को इस कायराना हमले का जवाब केजरीवाल जी नहीं, दिल्ली की जनता देगी ‼️… pic.twitter.com/9Sqfj2bM3h
— AAP (@AamAadmiParty) January 18, 2025
আপের অভিযোগ, ‘এদিন ভোটপ্রচার রুখে দিতে কেজরীবালের উপর আক্রমণ চালায় বিজেপি প্রার্থী পরবেশ বর্মার আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু এসবে কেজরীবাল কখনওই পিছু হটবে না, ভয় পাবে না। আর এই ঘটনার পাল্টা উত্তর নির্বাচনেই পেয়ে যাবে বিজেপি।’
অন্যদিকে, আপের বিরুদ্ধে তোপ দাগতে পিছপা হয়নি বিজেপিও। উত্তেজনার কিছুটা সময় কাটতেই আপকে কাঠগড়ায় টেনে আনে পদ্ম শিবির। নিজের X হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে বিজেপি প্রার্থী পরবেশ বর্মা লেখেন, ‘বিজেপির দুই কর্মীকে আরেকটু হলে নিজের গাড়ির ধাক্কায় চাপাই দিয়ে দিচ্ছিলেন অরবিন্দ কেজরীবাল।’
सवाल पूछती जनता पर @ArvindKejriwal ने अपनी गाड़ी से 2 युवाओं को मारी टक्कर ।दोनों को लेडी हार्डिंग हॉस्पिटल ले कर गए हैं । हार सामने देखकर लोगों की जान की क़ीमत ही भूल गए । मैं हॉस्पिटल जा रहा हूँ । pic.twitter.com/IntWoqMCDP
— Parvesh Sahib Singh (@p_sahibsingh) January 18, 2025
তিনি আরও বলেন, ‘যখন মানুষ কেজরীবালের দিকে লাগাতার একাধিক প্রশ্ন ছুড়ছিল, সেই সময় কেজরীবাল নিজের গাড়়ি নিয়ে বিজেপির দুই কর্মীকে ধাক্কা মারে। ইতিমধ্যেই তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের হারকে সামনে দেখে মানুষের জীবনের দাম হারিয়ে গিয়েছে কেজরীবালের কাছে।’