Tejashwi Yadav: ‘সরকারি বাংলোর সোফা, এসিও নিয়ে গিয়েছেন তেজস্বী’, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপির

Oct 07, 2024 | 10:13 PM

Tejashwi Yadav: ২০২০ সালের ১০ অগস্ট থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত বিহারে মহাজোট সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী। চলতি বছরের জানুয়ারিতে সেই মহাজোট ছেড়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিজেপির সঙ্গে জোট করে তিনি সরকার গঠন করেন। ফলে মুখ্যমন্ত্রিত্ব হারান তেজস্বী।

Tejashwi Yadav: সরকারি বাংলোর সোফা, এসিও নিয়ে গিয়েছেন তেজস্বী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপির
তেজস্বী যাদবের বিরুদ্ধে সরকারি বাংলোর আসবাবপত্র লুঠের অভিযোগ বিজেপির

Follow Us

পটনা: বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে সরকারি বাংলো পেয়েছিলেন। এখন তিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। ফলে সরকারি সেই বাংলো ছাড়তে হয়েছে তাঁকে। আর তিনি বাংলো ছাড়ার পর সেখানকার সোফা, এসি পাওয়া যাচ্ছে না বলে সরব হল বিজেপি। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে বাংলোর আসবাবপত্র লুঠের অভিযোগ তুলল গেরুয়া শিবির।

বিহারে বিজেপির মিডিয়া ইন চার্জ দানিশ ইকবাল সোমবার অভিযোগ করেন, “তেজস্বী যাদব বাংলো খালি করার পর সেখানকার আসবাবপত্র, এসি নেই। এমনকি, ব্যাডমিন্টন কোর্টের ম্যাটও পাওয়া যাচ্ছে না। সোফাও নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে, বাংলো খালি করার সময় এগুলি নিয়ে গিয়েছেন তেজস্বী যাদব। এতেই তাঁর মানসিকতা বোঝা যাচ্ছে।”

এরপরই লালুপ্রসাদ-পুত্র তেজস্বীকে খোঁচা দিয়ে তিনি বলেন, “আমি তাঁকে অভিযুক্ত করতে চাই না। তবে এটা প্রমাণিত। তিনি যেভাবে বাংলো খালি করেছেন, তাতে বোঝা যাচ্ছে, কীভাবে তিনি সরকারি সম্পত্তি লুঠ করেছেন।”

এই খবরটিও পড়ুন

২০২০ সালের ১০ অগস্ট থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত বিহারে মহাজোট সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী। চলতি বছরের জানুয়ারিতে সেই মহাজোট ছেড়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিজেপির সঙ্গে জোট করে তিনি সরকার গঠন করেন। ফলে মুখ্যমন্ত্রিত্ব হারান তেজস্বী। বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ওই বাংলোতে এবার থাকবেন। তার আগে এই নিয়ে বিতর্ক বাধল। দানিশ ইকবাল অভিযোগ করেন, বাংলোতে যেসব সিসিটিভি বসানো হয়েছিল, সেগুলির হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে না। আবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, “তেজস্বী যাদবের জন্য এই বাংলোকে সাজাতে কত কোটি টাকা খরচ করা হয়েছিল, তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা উচিত।”

এদিকে, জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট লালুপ্রসাদ যাদব ও তাঁর দুই পুত্র তেজ প্রতাপ ও তেজস্বী যাদবকে জামিন দিয়েছে। তবে কিছু শর্ত রেখেছে আদালত। তদন্ত চলাকালীন দেশ ছাড়তে পারবেন না তাঁরা। তাঁদের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Next Article