Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: মাওবাদী-মুক্ত দেশ হওয়ার পথে কীভাবে এগোচ্ছে ভারত? সাফল্যের খতিয়ান তুলে ধরলেন শাহ

Amit Shah: এদিনের বৈঠকে ছত্তীসগঢ় ছাড়াও ছিল ওড়িশা, তেলঙ্গানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার, অন্ধ্র প্রদেশ এবং মধ্য প্রদেশ। মাওবাদীদের অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফেরার আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উত্তর-পূর্ব এবং জম্মু-কাশ্মীরের ১৩ হাজার মানুষ অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন।

Amit Shah: মাওবাদী-মুক্ত দেশ হওয়ার পথে কীভাবে এগোচ্ছে ভারত? সাফল্যের খতিয়ান তুলে ধরলেন শাহ
মাওবাদী অধ্যুষিত ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অমিত শাহ
Follow Us:
| Updated on: Oct 07, 2024 | 9:04 PM

নয়াদিল্লি: ২০২৬ সালের মার্চের পর মাওবাদী-মুক্ত দেশ হবে ভারত। কিছুদিন আগেই বলেছিলেন তিনি। এবার মাওবাদী দমন অভিযানের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদী দমন অভিযানে সাফল্যের জন্য ছত্তীসগঢ় সরকারের প্রশংসা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ছত্তীসগঢ়ে ১৯৪ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮০১ জন মাওবাদীকে। আর আত্মসমর্পণ করেছেন ৭৪২ জন।

সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে মাওবাদী অধ্যষিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের বৈঠকে ছত্তীসগঢ় ছাড়াও ছিল ওড়িশা, তেলঙ্গানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার, অন্ধ্র প্রদেশ এবং মধ্য প্রদেশ। মাওবাদীদের অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফেরার আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উত্তর-পূর্ব এবং জম্মু-কাশ্মীরের ১৩ হাজার মানুষ অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন।

দিন তিনেক আগে ছত্তীসগঢ়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে জঙ্গলের মধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৩০ মাওবাদীর। মৃত মাওবাদীদের কাছ থেকে একে ৪৭-সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর আগেও ছত্তীসগঢ়ে মাওবাদী দমন অভিযানে সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এদিন ছত্তীসগঢ়ের প্রশংসা করে অমিত শাহ বলেন, “আমি ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং পুরো টিমকে অভিনন্দন জানাই। চলতি বছরে ছত্তীসগঢ়ে ১৯৪ মাওবাদীকে নিকেশ করা হয়েছে।” চলতি বছরের জানুয়ারিতে ছত্তীসগঢ় সফরে গিয়ে মাওবাদী মোকাবিলায় পরিকল্পনা তৈরি করেছিলেন বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নিরাপত্তা সংক্রান্ত প্রকল্পে ইউপিএ সরকারের চেয়ে বর্তমান সরকার বরাদ্দ অনেকটাই বাড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেখান ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩০০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগের সরকারের চেয়ে বর্তমান সরকার প্রায় তিনগুণ বরাদ্দ বাড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন। মাওবাদীদের দমনের পাশাপাশি উন্নয়ন নিয়েও একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।